লাটাগুড়িতে সরকারি জমি দখল করে রিসর্ট, বুলডোজার চালিয়ে ভাঙল প্রশাসন
প্রতিদিন | ২০ জুলাই ২০২৪
অরূপ বসাক, মালবাজার: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশের পর রাজ্যজুড়ে সরকারি জমি দখলমুক্ত করতে কোমর বেঁধে নেমেছে সব জেলা প্রশাসন। উত্তরবঙ্গের গজোলডোবার পর লাটাগুড়ির সরকারি জমিতে বেআইনি ভাবে তৈরি একাধিক রিসর্টের পাঁচিল ভেঙে দিল প্রশাসন। শুক্রবার উচ্ছেদ অভিযানে নামে স্থানীয় প্রশাসন।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, লাটাগুড়ি (Lataguri) লাগোয়া কুমলাই গ্রাম পঞ্চায়েতের সরকারি খাস জমিতে একাধিক রিসর্ট গড়ে ওঠেছিল। সরকারি জমি দখলমুক্ত করতে একাধিক অবৈধ রিসর্টের সীমানা প্রাচীর ভেঙে দেওয়া হল প্রশাসনের তরফে। শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পুলিশবাহিনী নিয়ে ব্লক ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা এই অভিযান চালায়। যদিও এই বিষয়ে প্রশাসনের তরফে কোনও বক্তব্য পাওয়া যায়নি।
মুখ্যমন্ত্রীর নির্দেশের পর গোটা রাজ্যের একাধিক জায়গায় সরকারি জমি পুনরুদ্ধারে নেমেছে প্রশাসন। গত বুধবার গজলডোবায় সরকারি খাস জমিতে গড়ে ওঠা একাধিক রিসর্ট ভেঙে দেয় প্রশাসন। লাটাগুড়ি ও কুমলাই গ্রাম পঞ্চায়েতেও সরকারি জমিতে গড়ে ওঠা একাধিক একাধিক রিসর্টে গিয়ে মালিকদের কাগজের নথি প্রশাসনের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তারপরই এদিন প্রশাসনের তরফে চারটি রিসর্টের সীমানা প্রাচীর ভেঙে দেওয়া হয়।
প্রশাসন সূত্রে খবর, আগামীতে সব বেআইনি রিসর্টের ক্ষেত্রে এই ধরনের অভিযান চালানো হবে। যেসব রিসোর্ট কর্তৃপক্ষ তাঁদের জমির সঠিক কাগজপত্র দেখাতে পারবে না, তাদের বিরুদ্ধে এই ভাবেই কড়া ব্যবস্থা নেওয়া হবে।