• একুশের সমাবেশে কীভাবে যান নিয়ন্ত্রণ, জেনে নিন বন্ধ থাকবে কোন কোন রাস্তা
    প্রতিদিন | ২০ জুলাই ২০২৪
  • অর্ণব আইচ: রাত পোহালেই তৃণমূলের একুশের সমাবেশ। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কর্মী-সমর্থকরা কলকাতায় আসতে শুরু করেছেন। ধর্মতলার সমাবেশ মঞ্চের জন্য রাস্তায় ব্য়াপক যানজটের আশঙ্কা। অবশ্য শহরকে সচল রাখতে তৎপর কলকাতা পুলিশ। একাধিক রাস্তায় করা হচ্ছে যান নিয়ন্ত্রণ। বেশ কয়েকটি রাস্তা বন্ধও থাকবে। রবিবার রাস্তায় বেরনোর আগে জেনে নিন কোন কোন রাস্তা দিয়ে আসবে মিছিল, কোন রাস্তাই বা বন্ধ থাকবে।

    যে রাস্তা দিয়ে মিছিল আসবে

    যে রাস্তা দিয়ে সমর্থকদের নিয়ে আসবে গাড়ি ও বাস

    রাস্তা বন্ধ

    ওয়ান ওয়ে

    পার্কিংয়ের বন্দোবস্ত
    ভিক্টোরিয়ার কাছে এজেসি বোস রোডের উপর, হসপিটাল রোড, কুইনওয়ে, ক্যাথিড্রাল রোড, ক্যাসুরিনা অ্যাভিনিউ, লাভার্স লেন, স্ট্র‌্যান্ড রোড, ব্যান্ড স্ট্যান্ড, ময়দানের বিভিন্ন অংশে, সেন্ট্রাল অ্যাভিনিউ, বি বি গাঙ্গুলি স্ট্রিট, এপিসি রোড, এজেসি বোস রোড, মৌলালি, আমহার্স্ট স্ট্রিট, সিআইটি রোড, আশুতোষ মুখার্জি রোড, শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, জওহরলাল নেহরু রোড।

    গাড়িতে রাশ
    ভোর তিনটে থেকে রাত আটটা পর্যন্ত কলকাতায় কোনও ধরনের মালবাহী যানবাহন চলাচল করবে না। শহরে চলবে না কোনও ঠেলাগাড়ি ও ট্রাম।
  • Link to this news (প্রতিদিন)