• '২১ জুলাই সভায় যাওয়ার আগে বিমা করে বেরোবেন!' হুমকি পোস্টার ঘিরে শোরগোল
    এই সময় | ২০ জুলাই ২০২৪
  • ২১ জুলাইয়ের সভায় যোগ দেওয়ার আগে তৃণমূলের কর্মী-সমর্থকদের জন্য হুমকি পোস্টার! হুগলিতে শোরগোল। হুগলির পোলাবার দাদপুরের মালপাড়া এলাকায় এই পোস্টারগুলি পড়েছে। সেখানে লেখা ছিল, 'যারা ২১ জুলাই ডিম ভাত খেতে যাচ্ছেন কলকাতা তারা অবশ্যই নিজের ইনসুরেন্স করে বাড়ি থেকে বেরোবেন (বানান অপরিবর্তিত)। এরপরেই বিরোধীদের বিরুদ্ধে সরব হয়েছেন রাজ্য শাসক দলের স্থানীয় নেতারা।এলাকার তৃণমূল কর্মী-সমর্থকদের দাবি, পোলবার দাদপুরের মালপাড়া এই ধরনের পোস্টারে ছয়লাপ। ২১ জুলাইয়ের আগে কে বা কারা এই পোস্টার ফেলল? তা নিয়ে শোরগোল পড়েছে হুগলির রাজনীতিতে। খবর পেয়ে সেখানে যায় হুগলির গ্রামীন পুলিশ। এই পোস্টারের ছবি সংগ্রহের পাশাপাশি স্থানীয় মানুষজনকে জিজ্ঞাসাবাদও করে পুলিশ। কে বা কারা এই পোস্টার দিয়েছে? সেই বিষয়েও অনুসন্ধান করা হয়।

    এই পোস্টার ঘিরেই শোরগোল

    এদিকে এই পোস্টার বিতর্ক নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। হুগলি জেলার তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি মনোজ চক্রবর্তীর অভিযোগ, ‘অর্বাচীনের মতো কাজ করছে বিজেপি। তারা স্থানীয়ভাবে ২১ জুলাইয়ের পালটা একটি কর্মসূচি ঘোষণা করেছে। এই পোস্টারের মাধ্যমে খোলাখুলি হুমকি দেওয়া হয়েছে। এই পোস্টারগুলির বিষয়ে পুলিশকে জানিয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় মানুষের নিরাপত্তা রয়েছে।'

    যদিও এই পোস্টারকাণ্ডের দায় নিতে অস্বীকার করেছে বিজেপি। সপ্তগ্রামের মণ্ডল ১-এর বিজেপি সভাপতি অর্ঘ্য চক্রবর্তী বলেন, 'রাজ্য শাসক দলের আভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণেই এই পোস্টার পড়েছে।' যদিও এই দাবি উড়িয়ে দিয়েছেন শাসক দলের নেতারা। মনোজ চক্রবর্তী বলেন, 'বাংলার মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগ দিতে চলেছেন ২১ জুলাইয়ের শহিদ সমাবেশে। কাউকে ভয় দেখিয়ে ঠেকিয়ে রাখা যাবে না। বলপ্রয়োগের চেষ্টা বা হুমকি দেওয়া হলে আইনি পদক্ষেপ করা হবে।’

    উল্লেখ্য, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে হুগলিতে জয়লাভ করেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। ২০১৯ সালে হুগলিতে বিজেপির জয়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে পরাজিত করেন তাঁর একসময়ের সতীর্থ। ২১ জুলাইয়ের সমাবেশের প্রস্তুতি হিসেবে হুগলি জেলার বিভিন্ন ব্লকে সভা, মিছিল করেছে তৃণমূল। প্রস্তুতিও তুঙ্গে। এই বছর হুগলি জেলা থেকে রেকর্ড সংখ্যক মানুষ যোগ দিতে চলেছেন ২১ জুলাইয়ের মঞ্চে, এমনটাই আশাবাদী রাজ্যের শাসক দল।
  • Link to this news (এই সময়)