দিঘায় প্রবল জলোচ্ছ্বাস, নিরাপদ দূরত্ব থেকেই উপভোগ পর্যটকদের
এই সময় | ২০ জুলাই ২০২৪
শনিবার সকাল থেকেই দিঘার সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাস। নিরাপদ দূরত্ব থেকে তা উপভোগ করতে দেখা গেল পর্যটকদের। নিম্নচাপের জেরে এদিন দিঘা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বইছে ঝোড়ো হাওয়া। ২২ জুলাই পর্যন্ত পরিস্থিতি একই রকম থাকবে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে। শনি-রবিবার দিঘায় পর্যটকদের ঢল নামে। এদিনও তার ব্যতিক্রম হয়নি। এদিন পূর্বাভাস মতোই দিঘায় বৃষ্টি শুরু হয়। কাঁথি, মন্দারমণিতেও বইতে শুরু করে ঝোড়ো হাওয়া।দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার আকাশ এদিন মেঘলা ছিল। কোথাও কোথাও আবার রোদের হালকা ঝলক দেখা গিয়েছে। সবমিলিয়ে রীতিমতো রোদ-বৃষ্টির খেলা ছিল সমুদ্র সৈকতে। আর আবহাওয়ার এই মতি গতি বেশ উপভোগ করেছেন পর্যটকরা।
২২ জুলাই পর্যন্ত বঙ্গোপসাগরের উপকূলের জেলাগুলিতে দুর্যোগ অব্যাহত থাকতে পারে। এই সময় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শনিবার কলকাতা থেকে দিঘায় গিয়েছিলেন রাহুল রায়। তিনি জলোচ্ছ্বাস উপভোগ করতে করতে বলেন, ‘প্রকৃতির রূপ তুলনাহীন। এই ঢেউয়ের খেলা দেখতে দেখতেই সময় চলে গেল। আমাদের নিরাপদ দূরত্বে দাঁড়াতে বলা হয়েছে। এই দৃশ্য মনে রেখে দেওয়ার মতো।’
রবিবারও উপকূলের জেলাগুলিতে হতে পারে বৃষ্টিপাত। আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কলকাতাতেও পশলা বৃষ্টিপাত হতে পারে। উল্লেখ্য, বঙ্গোপসাগরের নিম্নচাপ সকালে পুরীর কাছাকাছি চিল্কা এলাকায় ওডিশা উপকূল হয়ে স্থলভাগে প্রবেশ করেছে। তা আগামী ২৪ ঘণ্টায় শক্তি হারাবে।
রবিবার দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও হতে পারে পশলা বৃষ্টিপাত। শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে। রবিবার বৃষ্টি অপেক্ষাকৃত বাড়তে পারে।
উল্লেখ্য, বঙ্গোপসাগরের নিম্নচাপ সকালে পুরীর কাছাকাছি চিল্কা এলাকায় ওডিশা উপকূল হয়ে স্থলভাগে প্রবেশ করেছে। তা আগামী ২৪ ঘণ্টায় শক্তি হারাবে। নিম্নচাপের প্রত্যক্ষ প্রভাব দক্ষিণবঙ্গে না পড়লেও পরোক্ষ প্রভাবে উপকূলের জেলাগুলিতে বৃষ্টিপাত হতে পারে।