শরীরের উপর দিয়ে চলে গেল দূরপাল্লার ট্রেন, চলন্ত ট্রেনের তলায় শুয়েও প্রাণে বাঁচলেন রেল কর্মী ...
আজকাল | ২১ জুলাই ২০২৪
মিল্টন সেন, হুগলি: উপর দিয়ে চলে গেল দূরপাল্লার আস্ত ট্রেন। চলে গেল ট্রেনের একাধিক বগি। তবুও চলন্ত ট্রেনের নিচে থেকেও প্রাণে রক্ষা পেলেন রেল কর্মী। উপস্থিত বুদ্ধি বলে প্রাণে বাঁচলেন রেল পুলিশ কর্মী।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে ব্যান্ডেল রেল স্টেশনে। খুব অল্পের জন্য রক্ষা পেলেন আরপিএফ কর্মী মিথিলেশ কুমার। এদিন তিনি ইয়ার্ডের যাওয়ার লাইনে একটি দূরপাল্লার ট্রেনের তলায় ট্র্যাক সহ অন্যান্য কিছু তল্লাশি করছিলেন। সেই সময় হঠাৎ সেই ট্রেন চলতে শুরু করে দেয়। কোনও ভাবে নিজের উপস্থিত বুদ্ধি বলে মিথিলেশ তখন দুটি লাইনের মাঝে শুয়ে পড়েন। শরীরের দুপাশে দিয়ে গড়াতে শুরু করে চলন্ত ট্রেনের চাকা। ইঞ্জিন সহ একাধিক বগি তাঁর উপর দিয়ে চলে যেতে থাকে। উপায় নেই, নিস্তেজ হয়ে এক ভাবে দুই লাইনের মাঝে শুয়ে থাকেন মিথিলেশ। ট্রেন চলে যায়, রক্ষা পান তিনি।
মিথিলেস কুমার ব্যান্ডেলে আরপিএফ কনস্টেবল পদে আছেন। রেল ইয়ার্ডের একটি দূরপাল্লার ট্রেনের তলায় ট্র্যাক বা অন্যান্য কিছু তল্লাশি করার সময় হটাৎই ট্রেন চলতে শুরু করে দেয়। বেগতিক বুঝে কোনও ক্রমে রেল ট্রাকে শুয়ে পড়েন। রেলওয়ে পুলিশ ফোর্সের নিয়মিত এই ধরনের চেকিং করতে হয়। এদিন কর্মরত অবস্থায় অসাবধানতা বশত তাঁর প্রাণ হারানোর সম্ভাবনা ছিল।
যদিও রেলের নিরাপত্তা রক্ষীদের একাংশের মতে মেকানিক্যাল কাজ করানো হচ্ছে। এরফলে বড়সড় বিপদ হতে পারত। অবশ্য এরপরই তাঁকে প্রাথমিক চিকিৎসা করে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় মিথিলেশকে। জানা গেছে, তাঁর বাড়ি বর্ধমানে। যদিও বর্তমানে তিনি ছুটিতে রয়েছেন। যদিও এই প্রসঙ্গে মুখ খোলেনি ব্যান্ডেল আর পি এফ কর্তৃপক্ষ।