• শরীরের উপর দিয়ে চলে গেল দূরপাল্লার ট্রেন, চলন্ত ট্রেনের তলায় শুয়েও প্রাণে বাঁচলেন রেল কর্মী ...
    আজকাল | ২১ জুলাই ২০২৪
  • মিল্টন সেন, হুগলি: উপর দিয়ে চলে গেল দূরপাল্লার আস্ত ট্রেন। চলে গেল ট্রেনের একাধিক বগি। তবুও চলন্ত ট্রেনের নিচে থেকেও প্রাণে রক্ষা পেলেন রেল কর্মী। উপস্থিত বুদ্ধি বলে প্রাণে বাঁচলেন রেল পুলিশ কর্মী।

    যদিও রেলের নিরাপত্তা রক্ষীদের একাংশের মতে মেকানিক্যাল কাজ করানো হচ্ছে। এরফলে বড়সড় বিপদ হতে পারত। অবশ্য এরপরই তাঁকে প্রাথমিক চিকিৎসা করে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় মিথিলেশকে। জানা গেছে, তাঁর বাড়ি বর্ধমানে। যদিও বর্তমানে তিনি ছুটিতে রয়েছেন। যদিও এই প্রসঙ্গে মুখ খোলেনি ব্যান্ডেল আর পি এফ কর্তৃপক্ষ।
    ছবি: পার্থ রাহা
  • Link to this news (আজকাল)