প্রসূতি মৃত্যুর ঘটনার তদন্তে চুঁচুড়া জেলা হাসপাতালে স্বাস্থ্য দপ্তরের বিশেষজ্ঞ দল...
আজকাল | ২১ জুলাই ২০২৪
মিল্টন সেন,হুগলি : শনিবার স্বাস্থ্য ভবনের বিশেষজ্ঞ কমিটির সদস্যরা চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে আসেন। তদন্ত করে দেখেন সিজারের পর এক প্রসূতির মৃত্যু এবং চার প্রসূতির অবস্থা সংকটজনক হওয়ার কারণ। চিকিৎসক নার্স থেকে স্বাস্থ্যকর্মী এবং হাসপাতাল সুপারের সঙ্গে কথা বলেন। হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় তাঁরা জানান, যাবতীয় সম্ভাব্য কারণ খতিয়ে দেখেছেন। নিজেদের মধ্যে আলোচনা করার পর স্বাস্থ্য ভবনে রিপোর্ট জমা দেওয়া হবে।
গত সোমবার এক রাতে পাঁচজন মহিলার সিজার হয় চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে। পরদিন অর্থাৎ মঙ্গলবার সকলেই গুরুতর অসুস্থ হয়ে পড়ে ওই পাঁচ প্রসূতি। ওই দিনই দুজনকে পাঠানো হয় আরজি কর হাসপাতালে।বুধবার সেখানে মৃত্যু হয় নৈহাটির বাসিন্দা অঞ্জলী মন্ডলের। বৃহস্পতিবার আরও দুজনকে পাঠানো হয় যথাক্রমে এসএসকেএম এবং মেডিক্যাল কলেজে হাসপাতালে। প্রসূতিদের পরিবারের তরফে অভিযোগ, গাফিলতির কারণে এতবড় কান্ড ঘটেছে। যারা বাড়ি থেকে সুস্থ হেঁটে এসে হাসপাতালে ভর্তি হল তারাই আবার সিজারের পর কি করে মৃত্যু মুখে চলে গেল ? এই প্রশ্ন করেন তাঁদের পরিবারের। ইতিমধ্যেই জেলা স্বাস্থ্য দপ্তর এই ঘটনার তদন্ত শুরু করেছে। মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলি কর জানিয়েছেন, কি কারণে একদিনে সিজার হওয়া প্রসূতিদের অবস্থা আশঙ্কাজনক হয়ে গেল তা বোঝা যায়নি। সব দিক খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি স্বাস্থ্য ভবন থেকে বিশেষজ্ঞ কমিটির লোকজন এসে ঘটনার তদন্ত করেছেন। তাঁরাও রিপোর্ট জমা দেবেন।
সেই অনুযায়ী এদিন স্বাস্থ্য ভবন থেকে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি আসে চু়ঁচুড়া ইমামবাড়া হাসপাতালে। হাসপাতালের সুপার অমিতাভ মন্ডল বলেছেন, ঘটনার তদন্তে স্বাস্থ্য ভবন থেকে যারা এসেছিলেন তাঁরা স্বাস্থ্য ভবনে রিপোর্ট জমা দেওয়ার পর ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।