সপ্তাহের শেষে আছে দিঘা বেড়াতে যাওয়ার প্ল্যান? কেমন থাকবে সৈকত শহরের আবহাওয়া, দেখে নিতেই হবে...
আজকাল | ২১ জুলাই ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: দিঘায় সকাল থেকেই দেখা যাচ্ছে প্রবল জলোচ্ছ্বাস। আনন্দে মেতে উঠেছেন পর্যটকরা। আগামী ২২ জুলাই পর্যন্ত এমনই আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ পুরীর সমুদ্র উপকূলে। ওড়িশা পেরিয়ে ছত্তিশগড়ের দিকে অভিমুখ এই নিম্নচাপের। যা ক্রমশ দুর্বল হয়ে পড়ছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ভারী বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই দক্ষিণবঙ্গে। রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা ও মাঝারি বৃষ্টির পূর্বাভাস। শনিবার রাজ্যের সব জেলাতেই হালকা ও মাঝারি বৃষ্টি হবে। পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলাতে। দিঘা, তাজপুর, মন্দারমনি, তমলুক-সহ বিস্তীর্ণ এলাকায় রাত থেকেই চলছে বৃষ্টি। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরেই আবহাওয়ার এই পরিবর্তন। সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। সোমবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। ওইদিন ভারী বৃষ্টির পূর্বাভাস পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব-পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা।