খবর যাতে বন্ধ না হয়! বাংলাদেশের সাংবাদিক বসিরহাট সীমান্তে এসে পালন করলেন কর্তব্য, কী ভাবে, দেখুন...
আজকাল | ২১ জুলাই ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: রাস্তায় দাপাদাপি সাঁজোয়া গাড়ির। সেনাদের ভারী বুটের শব্দ শোনা যাচ্ছে। রাস্তায় জ্বলতে থাকা ভগ্নাবশেষের ধোঁয়া পাক খেতে খেতে উঠছে আকাশে। সেনা চলে যাওয়ার পর ফের শুনশান হয়ে পড়ছে রাস্তা। টেলিভিশন বা অন্যান্য সংবাদ মাধ্যমের দৌলতে বুঝতে কারুর বাকি থাকার কথা নয়, এটা বাংলাদেশ। কোটা আন্দোলনের ধাক্কায় যার সর্বাঙ্গ জুড়েই এই মুহূর্তে দগদগে ক্ষত। খেলার ধারাবিবরণীর মতো যা মুহূর্তে মুহূর্তে ছড়িয়ে পড়ছিল এক্স হ্যান্ডেল বা সাবেক টুইটারের মাধ্যমে।
সময় গড়াচ্ছে। বাংলাদেশের রাস্তায় রাস্তায় ছুটছে সেনার গাড়ি। পরিস্থিতি স্বাভাবিক হোক। দ্রুত ফিরে আসুক শান্তি। হ্যাঁ, এটাই প্রার্থনা, ভারত-বাংলাদেশের সাধারণ মানুষের।