আলু ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি, বাজারে বাড়তে পারে আলুর দাম...
আজকাল | ২১ জুলাই ২০২৪
আজকাল ওয়েবডেস্ক : আলুর দাম কমানো নিয়ে রাজ্য সরকার চাপ দিয়েছিল আলু ব্যবসায়ীদের। তাই এবার অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। এরফলে বাজারে আলুর যোগানে ঘাটতি দেখা যাবে তা বলাই বাহুল্য। ফলে ফের নতুন করে আলুর দাম বাড়ার আশঙ্কা তৈরি হচ্ছে।
কিছুদিন আগে বাজারে নিত্যপ্রয়োজনীয় সব্জির দাম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এরপরই আসরে নামে টাস্ক ফোর্স, কৃষি বিপণন দপ্তর। আলুও সব্জির মধ্যেই পড়ে। তাই আলুর দাম নিয়েও নানা পদক্ষেপ গ্রহণ করা হয়। এর জেরেই এই কর্মবিরতির ডাক দেয় প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। ফলে মধ্যবিত্তের কপালে ফের চওড়া ভাঁজ পড়তে চলেছে তা বলাই যায়। আলু ছাড়া রান্না হয়না। প্রতিটি ঘরেই তাই আলুর চাহিদা সর্বদাই বেশি থাকে। তবে এই কর্মবিরতির ফলে বাজারে আলুর দাম কত হবে তা ভেবে চিন্তিত আমজনতা।