• TMCP-র নতুন সভানেত্রী রাজন্যা! শহিদ দিবসের আগে তুঙ্গে জল্পনা
    প্রতিদিন | ২১ জুলাই ২০২৪
  • রমেন দাস: একুশে জুলাইয়ের প্রাক্কালে রাজনৈতিক মহলে ফের চর্চায় তৃণমূলের যুবনেত্রী রাজন্যা হালদার (Rajanya Haldar)। সূত্রের খবর, বড় কোনও অঘটন না ঘটলে তৃণমূল ছাত্র পরিষদের পরবর্তী রাজ্য সভানেত্রী হচ্ছেন সোনারপুরের মেয়ে! তৃণাঙ্কুর ভট্টাচার্যের পরে রাজ্যের ছাত্র সংগঠনের দায়িত্বে আসতে পারেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। তৃণমূল সূত্রে খবর, ২১ জুলাই, ধর্মতলায় শহিদ দিবসের মঞ্চ থেকে রাজন্যার নাম ঘোষণা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় অথবা অভিষেক বন্দ্যোপাধ্যায়।

    যদিও তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) আরেক সূত্রের দাবি, এখনই নাম ঘোষণা নাও হতে পারে। শুধুমাত্র রাজন্যা হালদার নন, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতির দৌড়ে রয়েছেন আরও এক ছাত্রনেতা সুদীপ রাহাও। শুধু রাজন্যা, সুদীপ নন, এর সঙ্গেই উঠে এসেছে প্রান্তিক চক্রবর্তী-সহ একাধিক নামও। যদিও সবার চেয়ে এখনও পর্যন্ত এগিয়ে গত বছর ২১ জুলাইয়ের মঞ্চে ঝাঁজালো স্লোগান তুলে ভাইরাল (Viral) হয়ে ওঠা রাজন্যা।

    তাঁকে নিয়ে এত জল্পনার মাঝে ‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’কে রাজন্যা হালদার বলেন, “এখনও পর্যন্ত আমার কাছে এই বিষয়ে কোনও খবর নেই।”

    অন্যদিকে আরেক সূত্রে খবর, তৃণমূল ছাত্র পরিষদের বর্তমান সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যকে দেওয়া হতে পারে আরও বড় দায়িত্ব। শোনা যাচ্ছে, তাঁর নাম যুব তৃণমূল কংগ্রেসের সভাপতির (TMYC) পদের জন্য উঠে এসেছে। তৃণাঙ্কুরকে সদ্য সাংসদ হওয়া সায়নী ঘোষের জায়গায় বসাতে পারে শীর্ষ নেতৃত্ব। অথবা যুব তৃণমূলের প্রধান হতে পারেন সংবাদমাধ্যম থেকে উঠে আসা অরাজনৈতিক কোনও জনপ্রিয় মুখ। এদিন একুশের প্রস্তুতি মঞ্চে সায়নী ঘোষকে মন দিয়ে সাংসদের দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ‘পার্লামেন্টটা গুরুত্ব দিয়ে ভাল করে করতে হবে সায়নী। বড় জায়গায় গেছ।’ যদিও কে কোন পদে আসবেন সবটাই জল্পনার স্তরে রয়েছে এখনও। তৃণমূলের নেতারা বলছেন, দলনেত্রী যা করবেন সেটাই হবে। ২১ জুলাইয়ের মঞ্চে এমন কোনও চমকের অপেক্ষায় রয়েছেন সকলে। 
  • Link to this news (প্রতিদিন)