নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবস। কলকাতায় যাওয়ার জন্য শনিবার সকাল থেকেই ট্রেনে, বাসে করে তৃণমূল কর্মীরা কলকাতার উদ্দেশে বেরিয়ে পড়েন। হাতে ঘাসফুলের পতাকা আর মুখে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে কর্মীরা ট্রেনে ওঠেন। রবিবার সকালেও আরও কয়েক হাজার কর্মী বীরভূম থেকে কলকাতা যাবেন বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে।
এদিন সকালে সিউড়ি থেকে হাওড়া, শিয়ালদহগামী ট্রেনগুলি ছিল ভিড়ে ঠাসা। সবথেকে বেশি ভিড় ছিল হুল এক্সপ্রেসে। সিউড়ি শহর থেকে চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়ের নেতৃত্বে প্রায় ৫০০ কর্মী সিউড়ি স্টেশনে মিছিল করে আসেন। প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলাররা ছিলেন। তাঁরা অবশ্য পরে আলাদা গাড়িতে কলকাতার উদ্দেশে রওনা দেন। একইভাবে সিউড়ি-১ ব্লক সভাপতির নেতৃত্বে তৃণমূল কর্মীরা স্টেশনে ভিড় করেন। এক বর্ষীয়ান তৃণমূল কর্মী রাখহরি ঘোষ বলেন, নেত্রী যবে থেকে ২১ জুলাইয়ের ডাক দিয়েছেন ততবার চেষ্টা করেছি কলকাতায় হাজির থাকার। আমাদের দলের জন্য এই দিন ঐতিহাসিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবার লোকসভা নির্বাচনে এত ভালো ফল হয়েছে। নেত্রী কী বলেন সেটাও দেখার। সাংগঠনিকভাবেও কোনও আলাদা বার্তা দেন কি না, সেই দিকেও আমরা তাকিয়ে রয়েছি।
চেয়ারম্যান বলেন, আমাদের কর্মীরা ট্রেনে চেপে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছেন। রবিবার সকালের মেমু স্পেশাল ট্রেনেও বহু কর্মী যাবেন। আমরা যত সংখ্যক কর্মী নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছিলাম তার থেকেও বেশি সংখ্যক মানুষ কলকাতা যাচ্ছেন।
রামপুরহাট স্টেশনের বাইরে তৃণমূলের তরফে ক্যাম্প করা হয়। এদিন কলকাতা যাওয়ার জন্য ব্যস্ততা চোখে পড়ে বোলপুর মহকুমাজুড়েও। বাস ও গাড়ি করে তৃণমূল নেতা-কর্মীরা কলকাতার উদ্দেশে রওনা দিয়েছেন।