এক পায়ে ভর দিয়েই তারকেশ্বর রওনা হলেন গোবরডাঙার যুবক
বর্তমান | ২১ জুলাই ২০২৪
নিজস্ব প্রতিনিধি, বারাসত: শ্রাবণ মাস মানেই শিবের মাথায় জলঢালার ধুম। দলে দলে ভক্ত পায়ে হেঁটে যাবেন তারকেশ্বর শিবমন্দিরে। সেই দলে এবার শামিল হচ্ছেন গোবরডাঙার যুবক সৌমিক গোলদার, যিনি এক পায়ে ভর দিয়েই ৩১ লিটার জল নিয়ে তারকেশ্বরের পথে রওনা হলেন শনিবার। সঙ্গে রয়েছেন তাঁর বন্ধুরাও।
জানা গিয়েছে, গোবরডাঙার বাবুপাড়ার বাসিন্দা সৌমিক গোলদার গোবরডাঙা হিন্দু কলেজের ছাত্র। ২০২০ সালে তাঁর ক্যান্সার ধরা পড়ে। ৬টি কেমো ও ৩২টি রেডিয়েশন নিতে হয় তাঁকে। মানসিকভাবে সতেজ সৌমিক লড়াই চালিয়ে যান। কিন্তু ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে ফের তাঁর বিপদ ঘটে। স্কুটার নিয়ে যাওয়ার সময় পথ দুর্ঘটনায় তাঁর ডান পা বাদ দিতে হয়। তখন থেকে এক পায়ে ভর করেই জীবনের লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। এর আগে তিনি এক পায়ে সাইকেল চালিয়ে অযোধ্যায় গিয়েছিলেন। দূরত্ব ছিল প্রায় এক হাজার কিলোমিটার। এবার এক পায়ে ভর করে তিনি পাড়ি দিলেন তারকেশ্বর। শনিবার বাড়ি থেকে বেরিয়ে গোবরডাঙার যমুনা নদী থেকে দু’টি স্টিলের কলসিতে জল ভরেন সৌমিক। কালী মন্দিরের ১৬-শিবের মাথায় জল ঢেলে তারকেশ্বরের পথে যাত্রা শুরু করেন। সৌমিক বলেন, ‘আশা করছি, আগামী সোমবার তারকেশ্বর মন্দিরে পৌঁছে যাব। আমার সঙ্গে দুই বন্ধু আছে।’ তাঁর বাবা বাসুদেব গোলদার বলেন, ‘প্রথমে আপত্তি করেছিলাম। ছেলের মনের জোর দেখে ভরসা পেলাম।’ সৌমিকের সঙ্গী সৌরভ ঘোষ বলেন, ‘ওর মনের জোর অনেক বেশি। তাই সমস্যা হবে না।’