• কুলতলি: অধরা সাদ্দামের ভাই
    বর্তমান | ২১ জুলাই ২০২৪
  • সংবাদদাতা, বারুইপুর: কুলতলির সাদ্দাম সর্দার এখন পুলিস হেফাজতে। তবে তার বাড়িতে সুড়ঙ্গ তৈরির সঠিক কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। এই নিয়ে বিভিন্ন কথা বলে তদন্তকারীদের বিভ্রান্ত করে চলেছে এই দুষ্কৃতী। এদিকে কুলতলির সাদ্দাম গ্রেপ্তার হলেও তার ভাই সাইরুল সর্দার সহ অন্য সঙ্গীরা এখনও অধরা। এই সাইরুল সর্দারই পুলিসের দিকে গুলি চালিয়েছিল বলে অভিযোগ। তাকে হন্যে হয়ে খুঁজছে পুলিস। কিন্তু ঘটনার চারদিন পরও কেন তার নাগাল পাওয়া যাচ্ছে না, তা নিয়েই উঠেছে প্রশ্ন। যদিও বারুইপুর পুলিস জেলার এক আধিকারিক বলেন, তল্লাশি চলছে। দ্রুত সকলে ধরা পড়বে।


    পুলিসের উপর হামলার অভিযোগ উঠেছিল ২৬ জনের বিরুদ্ধে। তার মধ্যে চারজন গ্রেপ্তার হলেও নকল সোনার কারবারের আরেক মাথা আয়েদ আলি মোল্লা ওরফে বোটো, ছাকাত আলি সর্দার, শাজাহান সর্দার, সাইরুল সর্দার এখনও পলাতক। এলাকায় এরাই দাপিয়ে বেড়াত। তাই এই টিম ধরা না পড়লে পয়তারহাট থেকে আতঙ্ক দূর হবে না বলেই মনে করছেন গ্রামের লোকজন।
  • Link to this news (বর্তমান)