• ২১ জুলাইয়ের সভাস্থলে বাড়ছে ভিড়, মমতার বার্তার দিকে সব নজর
    এই সময় | ২১ জুলাই ২০২৪
  • ২১ জুলাই সব পথ ধর্মতলামুখী। এদিন সকাল থেকেই মূল সভার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তৃণমূলের কর্মী সমর্থকরা। ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ২০২৬ সালের বিধানসভা ভোটের লক্ষ্যে দলকে দিশা দেখাবেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এদিনের সভা থেকে ঠিক কী বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই দিকে সব নজর।শহিদকে শ্রদ্ধা জ্ঞাপন মমতা বন্দ্যোপাধ্যায়ের।

    শহিদকে শ্রদ্ধা জ্ঞাপন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।এদিন গোটা রাজ্য বিশেষ করে সভাস্থল নিরাপত্তার চাদরে মোড়া। উল্লেখ্য, ১৯৯৩ সালের ২১ জুলাই সচিত্র ভোটার কার্ডের দাবিতে যুব কংগ্রেস মহাকরণ অভিযান চালায়। সেই অভিযানে পুলিশ গুলি চালানোয় ১৩ জনের মৃত্যু হয়েছিল। তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ২১ জুলাই দিনটি ‘শহিদ দিবস’ হিসেবে পালন করে তৃণমূল।

    শনিবার মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেন। সেখানে তিনি লেখেন, ‘একুশে জুলাই বাংলার ইতিহাসে রক্তঝরা এক দিন। অত্যাচারী সিপিআইএম-এর নির্দেশে সেদিন চলে গিয়েছিল তরতাজা ১৩টি প্রাণ। আমি হারিয়েছিলাম আমার ১৩ জন সহযোদ্ধাকে। তাই একুশে জুলাই আমার কাছে, আমাদের কাছে একটা আবেগ। একুশে জুলাই আজ বাংলার কৃষ্টি ও সংস্কৃতির অন্তরঙ্গ অংশ।’

    মমতার সংযোজন ছিল, ‘প্রতি বছর এই ঐতিহাসিক দিনে শ্রদ্ধায়, ভালোবাসায় আমরা বীর সেই শহিদদের তর্পণ করি। শুধু তাঁরাই নন, দেশ ও দশের জন্য আন্দোলন করতে গিয়ে যাঁরা প্রাণ দিয়েছেন, তাঁদের সবাইকেই এই দিনে আমরা স্মরণ করি। সেই সঙ্গেই আমরা এ দিনটিকে 'মা-মাটি-মানুষ দিবস' হিসেবে পালন করি; নির্বাচনে আমাদের যে গণতান্ত্রিক জয় তাকে মানুষের উদ্দেশে উৎসর্গ করি। সেজন্যও এদিন বিশেষ তাৎপর্যপূর্ণ।'
  • Link to this news (এই সময়)