রবিবার হওয়ায় বাস-শূন্য শহরে প্রভাব পড়বে না, দাবি সংগঠনের
এই সময় | ২১ জুলাই ২০২৪
এই সময়: তৃণমূলের ২১ জুলাই শহিদ দিবস আজ, রবিবার। সভায় হাজির থাকতে দূর-দূরান্তের দলীয় কর্মীরা শনিবারের মধ্যেই পৌঁছে গিয়েছেন কলকাতায়। সে জন্য শুক্রবার থেকেই ট্রেনের ভিড় বাড়ছিল। কিন্তু শনিবার প্রভাব পড়ল মহানগরের বাস চলাচলেও। স্বাভাবিক ভাবেই বেলা বাড়তেই শহর এবং শহরতলিতে বাস কমতে শুরু করে। তবে এদিন সব অফিস খোলা থাকে না বলে তেমন প্রভাব পড়েনি।২১ জুলাই রবিবার। সব অফিস-কাছারি বন্ধ। ফলে জনজীবনে তেমন প্রভাব পড়বে না বলেই মনে করা হচ্ছে। তবে রবিবার শহর এবং জেলাগুলির রাস্তায় সাধারণের জন্য বাস যে থাকবে না, তা নিশ্চিত করেছে বাস মালিকদের সংগঠনগুলি। ধর্মতলার সভায় তৃণমূলের কর্মী-সমর্থকদের হাজির করানোর জন্য কলকাতা ছাড়াও দুই ২৪ পরগনা, হাওড়া এবং হুগলি জেলার অধিকাংশ বেসরকারি বাস তুলে নেওয়া হচ্ছে বলে বাসমালিক সংগঠন সূত্রের খবর।
কলকাতার দক্ষিণে গড়িয়া, টালিগঞ্জ, পাটুলি, বেহালা, নিউ আলিপুর, উত্তরে বরাহনগর, বি টি রোড, দমদম, নাগেরবাজার, পূর্বে সল্টলেক, নিউ টাউন লাগোয়া সাপুরজি বাসস্ট্যান্ড ছুঁয়ে চলা বিভিন্ন রুটের প্রায় সব বাসই তুলে নেওয়া হচ্ছে। পিছিয়ে নেই মিনিবাসও। খিদিরপুর, মেটিয়াবুরুজ, বেহালা, নাকতলা, গড়িয়া স্টেশন হয়ে বিভিন্ন রুটে চলা মিনিবাসও প্রায় সবই তুলে নেওয়া হবে বলে জানানো হয়েছে।
অল বেঙ্গল বাস-মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় জানিয়েছেন, শহর ও শহরতলির এলাকা অনুযায়ী ৬০-৮০ শতাংশ বাস-মিনিবাস সভার জন্য নেওয়া হয়েছে। অবশিষ্ট যে বাসগুলি থাকবে যান জট ও রাস্তা বন্ধ থাকার জন্য সেগুলিরও রাস্তায় নামার সম্ভাবনা কম। উত্তরবঙ্গ থেকেও বাস আসছে। ফলে সেখানকার জেলাগুলিতে তার প্রভাব আগেই পড়তে শুরু করেছে।
তার উপরে এক জেলার বাস অন্য জেলায় নেওয়ার প্রতিযোগিতার ফলে শুক্রবার থেকেই দক্ষিণবঙ্গের জেলা গুলিতে বাস চলাচলে প্রভাব পড়তে শুরু করেছে। দুই মেদিনীপুর, হুগলির আরামবাগ-তারকেশ্বর, পূর্ব বর্ধমান ও বাঁকুড়ার মধ্যে বাস কমে যাওয়ায় কিছুটা সমস্যা হয়। বাস মালিকদের অন্য একটি সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার দুপুরে কলকাতা স্টেশনে প্রায় ৩০০ বাস ছিল।
উত্তরের বিভিন্ন জেলা থেকে ট্রেনে কলকাতা পৌঁছনো কর্মী-সমর্থকদের শহরের নির্দিষ্ট থাকার জায়গায় পৌঁছে দেওয়ার জন্য ওই বাসগুলি কাজে লাগানো হয়।