একুশে দিনভর দুর্যোগ! শহর থেকে জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস ...
আজকাল | ২১ জুলাই ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: রবিবাসরীয় সকাল থেকে মেঘলা আকাশ। আজ কলকাতায় তৃণমূলের শহিদ দিবসের মেগা সমাবেশ। মিছিল করে ধর্মতলার উদ্দেশে রওনা দিয়েছেন হাজার হাজার কর্মী, সমর্থকরা। চড়া রোদ না থাকায় খানিকটা স্বস্তি পেয়েছেন তাঁরাও। তবে বেলা গড়ালেই দুর্যোগের মেঘ আরও ঘনাবে। দুপুরে কলকাতায় ঝেঁপে নামবে বৃষ্টি।
উত্তরবঙ্গের জেলাগুলিতে বর্ষার বৃষ্টি অব্যাহত। আজ ও আগামিকাল, সোমবার দার্জিলিং ও কালিম্পংয়ে ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে।