আজকাল ওয়েবডেস্ক: আজ একুশে জুলাই, তৃণমূলের শহিদ দিবস। রবিবাসরীয় সকাল থেকে ধর্মতলামুখী তৃণমূলের কর্মী, সমর্থকরা। শনিবারের মধ্যে জেলা থেকে লক্ষাধিক কর্মী, সমর্থক শহরে পৌঁছে গিয়েছিলেন। আজ সকালেও ট্রেনে, বাসে করে জেলা থেকে নেতা, কর্মীরা ধর্মতলার উদ্দেশে রওনা দিয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে মেগা সমাবেশ।
একুশের সমাবেশে যোগ দিতে সকাল থেকে মিছিল করে ধর্মতলা পৌঁছবেন কর্মীরা। হাওড়া স্টেশন, দক্ষিণ কলকাতা, শিয়ালদহ স্টেশন, শ্যামবাজার থেকে বিশাল মিছিল করে সমাবেশে যোগ দেবেন হাজার হাজার মানুষ। এর জন্য কলকাতার ব্যস্ত রাস্তাঘাট কিছুক্ষণের জন্য অবরুদ্ধ থাকবে। আমহার্স্ট্র স্ট্রিট, বিধান সরণী, কলেজ স্ট্রিট, ব্রেবোর্ন রোড, স্ট্র্যান্ড রোড সহ বেশ কিছু রাস্তায় যান চলাচল একমুখী করে দেওয়া হয়েছে। আজ ভোর চারটে থেকে রাত ন'টা পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণে রাখা হবে।