• রাত পোহালেই মেগা সমাবেশ, চা খেতে খেতে প্রস্তুতি খতিয়ে দেখলেন মমতা...
    আজকাল | ২১ জুলাই ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: রাত পোহালেই ধর্মতলায় তৃণমূলের মেগা সমাবেশ। চলছে চূড়ান্ত মুহূর্তের প্রস্তুতি। এদিন দফায় দফায় সভাস্থল পরিদর্শন করেছেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তারা। সভার আগে প্রত্যেক বছরের মতোই শনিবার সন্ধ্যায় ধর্মতলা পৌঁছে সভাস্থল ঘুরে দেখলেন তৃণমূল সুপ্রিমো। সমাবেশের জন্য ইতিমধ্যেই জেলা থেকে হাজার হাজার কর্মী এসে পৌঁছেছেন কলকাতায়। সভায় নিরাপত্তা ব্যবস্থা, কর্মীদের সুবিধা অসুবিধার কথাও জেনে নেন মমতা। এদিন তৃণমূল সুপ্রিমোর সঙ্গে ছিলেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, পুলিশ কমিশনার বিনীত গোয়েল।

    তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির জন্য এবার আলাদা ব়্যাম্প তৈরি করা হয়েছে। ঝড়বৃষ্টির কথা মাথায় রেখে শক্ত করা হয়েছে ব্যাকড্রপ। ৪০ ফুট বাই ৩০ ফুট। মূল মঞ্চে থাকছে ১৩ জায়েন্ট স্ক্রিন। মঞ্চের সামনের ভাগ মমতা ব্যানার্জির জন্য। তার মাপ ৫২ ফুট বাই ২৮, উচ্চতা ১০ ফুট। L আকৃতির মঞ্চ এবার চওড়ায় আরও ৪ ফুট বাড়ছে। দ্বিতীয় ভাগ ৪৮ ফুট বাই ২৪ ফুট, উচ্চতা ১১ ফুট। তৃতীয় ভাগ হবে ৪৮ ফুট বাই ২০ ফুট, উচ্চতা ১২ ফুট।
  • Link to this news (আজকাল)