যতদূর চোখ যায়, শুধু কালো মাথার ভিড়। ২১ জুলাই তৃণমূল কংগ্রেসের মেগা ইভেন্ট। এর মাঝেই ধর্মতলায় শুরু হয় ঝমঝমিয়ে বৃষ্টি। বৃষ্টি উপেক্ষা করেই মানুষ জড়ো হচ্ছেন ধর্মতলার সমাবেশে।আবহাওয়ার পূর্বাভাস ছিল আগেই। নিম্নচাপের জেরে রবিবার সকাল থেকেই কলকাতা সহ শহরতলি এলাকায় মাঝেমধ্যেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়। কিন্তু, বৃষ্টিতে তৃণমূল কংগ্রেসের কর্মীদের উৎসাহে একটুও ভাটা পড়েনি। সকাল থেকেই হাজার হাজার মানুষ সভা মঞ্চের দিকে মিছিল করে এগোতে থাকেন। ধর্মতলায় ৪২ ফুট বাই ৮০ ফুটের বিরাট খোলা মঞ্চের সামনে লোকে লোকারণ্য। মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দোপাধ্যায় কী বার্তা দেন, সেটা শুনতেই তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় উপচে পড়েছে সকাল থেকেই।
আবহাওয়া দফতর সূত্রে খবর, ধীরে ধীরে শক্তি হারাচ্ছে নিম্নচাপ। রবিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে। এদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা নেই। তবে সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। কলকাতাও ভিজবে। ২১ জুলাই বৃষ্টির মাঝেই মহা সমাবেশের চিত্রটা নতুন নয়। প্রতি বছরের ন্যায় এ বছরেও সভা শুরুর আগেই বৃষ্টি শুরু হয়।
এবারে ২১ জুলাইয়ের মঞ্চ সজ্জায় কিছুটা পরিবর্তন হয়েছে। ত্রি-স্তরীয় মূল মঞ্চটি মাটি থেকে পর্যায়ক্রমে ১১, ১২ ও ১৩ ফুট উঁচু। মঞ্চটির দৈর্ঘ্য-প্রস্থ যথাক্রমে ৮০ ও ৪২ ফুট। ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকলেও খোলা মঞ্চ তৈরি করা হয়েছে। কর্মীদের সভা দেখার সুবিধা এসপ্ল্যানেড ও পার্ক স্ট্রিট এলাকায় ১৩টি জায়ান্ট স্ক্রিন লাগানো হয়েছে।প্রায় ৪ হাজার স্বেচ্ছাসেবক মোতায়েন করা হয়েছে ভিড় নিয়ন্ত্রণ করার জন্য। তিনটি মঞ্চের মধ্যে একটি মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ দলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব, একটিতে শহিদ পরিবারের সদস্যরা, আর তৃতীয় মঞ্চে থাকবেন দলের নির্বাচিত প্রতিনিধিরা। সভাস্থলে বৃষ্টির পরেই পুনরায় কড়া রোদ উঠতে দেখা যায় কিছুক্ষণের মধ্যেই। রোদ-বৃষ্টির খেলার মাঝেই ভিড় বাড়তে শুরু করে গোটা ধর্মতলা চত্বরে। এবার দলের শীর্ষ নেতৃত্বের ভাষণ শুরুর অপেক্ষা।