অভিযোগ যেন না আসে, দল কিন্তু ব্যবস্থা নেবে, ২১-এর মঞ্চে জনপ্রতিনিধিদের কড়া হুঁশিয়ারি মমতার...
আজকাল | ২১ জুলাই ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: এবার দলের জনপ্রতিনিধিদের কড়া হুঁশিয়ারি তৃণমূল সুপ্রিমোর। রবিবার ধর্মতলায় ২১ জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে সরাসরি তৃণমূল নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দলের জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, 'এমপি, এমএলএ থেকে সবাইকে বলছি। কোনও অভিযোগ যেন না আসে। দল কিন্তু ব্যবস্থা নেবে।' তাঁর কথায়, অন্যায় করলে আমি তৃণমূলকেও ছাড়ি না। দুর্নীতি এবং দলের একটি অংশের নেতাদের বিরুদ্ধে সেই প্রসঙ্গে ওঠা একাধিক অভিযোগে নানা সময়ে বিদ্ধ হয়েছে তৃণমূল।
তাঁর কথায়, 'বিত্তবান চাই না। বিবেকবান চাই। সাধারণ ভাত, রুটি খেয়ে থাকব। অন্যায়ের সঙ্গে বা দুর্নীতির সঙ্গে আপস করব না। আমরা যত জিতব তত আমাদের নম্র হতে হবে, দায়িত্ব বাড়বে।' একইসঙ্গে কর্মীরাও যাতে দুর্নীতি আটকাতে এগিয়ে আসেন তার জন্য উপস্থিত কর্মীদের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে তৃণমূল সুপ্রিমো বলেন, 'অন্যায় বা দুর্নীতিতে কেউ জড়াবেন না তো? প্রতিবাদ করবেন তো? আজ এখান থেকে এই শপথ নিয়ে যান।' পাশাপাশি তাঁর হুঁশিয়ারি, 'নির্বাচিত হয়েও যে সমস্ত জনপ্রতিনিধিরা পরিষেবা দেবেন না তাঁদের সঙ্গে কোনও সম্পর্ক থাকবে না।'