একুশের সভায় আসার পথে ক্যানিংয়ে দুর্ঘটনা, আহত ৮ তৃণমূল কর্মী, ভর্তি হাসপাতালে...
আজকাল | ২১ জুলাই ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: শহিদ দিবসের সমাবেশে আসার পথে ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে তৃণমূলের কর্মীরা। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে গুরুতর আহত কমপক্ষে আটজন কর্মী। সকলেই ভর্তি আছেন এক বেসরকারি হাসপাতালে।
রবিবার সকাল সাড়ে ন'টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে। জীবনতলা থেকে গাড়িতে করে ধর্মতলার উদ্দেশে রওনা দিয়েছিলেন কয়েকজন তৃণমূল কর্মী। ঘটকপুকুরের কালীতলা মোড়ের কাছে আচমকা তৃণমূল কর্মীদর গাড়িটি উল্টে যায়। জানা গেছে, তাতে ২৫ থেকে ৩০ জন কর্মী ছিলেন। গাড়িটি উল্টে আটজন গুরুতর আহত হন। স্থানীয়দের সাহায্যে সকলকেই বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আহত কর্মীদের নাম, পরিচয় এখনও জানা যায়নি।
দুর্ঘটনার খবর পেয়েই আহত তৃণমূল কর্মীদর দেখতে হাসপাতালে যাচ্ছেন বিধায়ক শওকত মোল্লা। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা এখনও জানা যায়নি। গাড়ির সমস্যা ছিল, নাকি চালকের ত্রুটি, তা খতিয়ে দেখছে পুলিশ। গাড়ি দুর্ঘটনার জেরে বাকি কর্মীরা সভাস্থলে পৌঁছতে পারছেন না।