শহিদ দিবসের আগের দিন তৃণমূল ছাড়লেন এই নেতা, উল্লাস বিজেপি শিবিরে ...
আজকাল | ২১ জুলাই ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: চারদিনের মধ্যে দু'বার দলবদল! বিজেপি ছেড়ে তৃণমূল এবং আবার তৃণমূল ছেড়ে বিজেপি। দলবদলু এই নেতার নাম হরষিত বিশ্বাস। তিনি উত্তর ২৪ পরগণার গাইঘাটা ব্লকের ফুলসারা গ্রাম পঞ্চায়েতের পাঁচপোতা ঢাকাপাড়া ১২৮ নম্বর পার্টের সদস্য।
আর হরষিত কী বলছেন? তাঁর কথায়, তিনি সাধারণ মানুষের আর্তনাদ শুনতে পাচ্ছিলেন। অভিমান মিটে গিয়েছে। তাই আবার বিজেপিতে ফিরে এসেছেন।