• মহেশতলায় যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার, রহস্যমৃত্যুর নেপথ্যে কারণ কী? ...
    আজকাল | ২১ জুলাই ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: এক যুবকের রহস্যমৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল মহেশতলায়। মৃতের নাম, তাপস মণ্ডল(৩৬)। মহেশতলা পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডের দৌলতপুর মধ্যপাড়ার বাসিন্দা ছিলেন তিনি। স্থানীয় এক বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের পিছন থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার করেন স্থানীয়রা। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

    প্রতিবেশীরা জানিয়েছেন, তাপস রোজ নেশা করতেন। মদ্যপ অবস্থায় সম্ভবত কলেজের গেট টপকে আসতে গিয়ে নিচে পড়ে যান। তাতেই গুরুতর আহত হন তিনি। তাপসের স্ত্রীও থানায় জানিয়েছেন, তাঁর স্বামী মত্ত অবস্থায় গেট টপকে আসতে গিয়ে নিচে পড়ে প্রাণ হারিয়েছেন। মহেশতলা থানার পুলিশ এ ঘটনা তদন্ত শুরু করেছে। এলাকায় তাপস বিজেপি সমর্থক হিসেবে পরিচিত ছিলেন। মৃত্যুর নেপথ্যে অন্য কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
  • Link to this news (আজকাল)