'বাংলাদেশের কেউ বাংলার দরজায় কড়া নাড়লে আশ্রয় দেব', পড়শি দেশের উত্তাল পরিস্থিতিতে বড় আশ্বাস মমতার ...
আজকাল | ২১ জুলাই ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: কোটা বিরোধী আন্দোলনে যখন অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশে, তখনই একুশের জনসমাবেশে বড়সড় বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বাংলাদেশের অসহায় মানুষদের জন্য বাংলার দরজা খোলা রয়েছে, জানিয়ে দিলেন তিনি। পড়শি দেশের কেউ এ রাজ্যে আসতে চাইলে, শরণার্থী হিসেবে তাঁদের ঠাঁই হবে বাংলায়।
কারফিউয়ের মাঝে রবিবার বাংলাদেশের সুপ্রিম কোর্টে কোটা মামলার শুনানি ছিল। হাইকোর্টের আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। কোটা ব্যবস্থায় আমূল সংস্কারের নির্দেশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের এই রায়ে অশান্তির আঁচ কমতে পারে বাংলাদেশে।