• 'বাংলাদেশের কেউ বাংলার দরজায় কড়া নাড়লে আশ্রয় দেব', পড়শি দেশের উত্তাল পরিস্থিতিতে বড় আশ্বাস মমতার ...
    আজকাল | ২১ জুলাই ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: কোটা বিরোধী আন্দোলনে যখন অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশে, তখনই একুশের জনসমাবেশে বড়সড় বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বাংলাদেশের অসহায় মানুষদের জন্য বাংলার দরজা খোলা রয়েছে, জানিয়ে দিলেন তিনি। পড়শি দেশের কেউ এ রাজ্যে আসতে চাইলে, শরণার্থী হিসেবে তাঁদের ঠাঁই হবে বাংলায়।

    শহিদ দিবসের মঞ্চে বক্তব্যের মাঝে বাংলাদেশের প্রসঙ্গে প্রথমে মন্তব্য করতে চাননি মমতা। কিন্তু তারপরেও মুখ্যমন্ত্রী বলেন, 'বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যা বলার ভারত সরকার বলবে। আমি এটুকু বলতে পারি, যদি কোনও অসহায় মানুষ বাংলার দরজায় কড়া নাড়েন, তাহলে আমরা নিশ্চিতভাবে আশ্রয় দেব।'

    মমতার আরও বক্তব্য, 'রাষ্ট্রসঙ্ঘের নির্দেশ, কেউ যদি শরণার্থী হন, তাহলে তাঁর পাশের এলাকাকে সেই বিষয়টা সম্মান জানাতে হবে। তবে বাংলাদেশ নিয়ে কোনও প্ররোচনায় পা দেবেন না। আমরা যেন কোনও অশান্তি না করি। বাংলাদেশ নিয়ে আমরা যেন উত্তেজনায় না জড়াই। ওদের প্রতি আমার সহমর্মিতা আছে। বাংলাদেশে যদি কেউ আটকে থাকেন, আমরা তাঁদের ফেরার ব্যবস্থা করব। এর বেশি আমি কিছু বলতে পারি না।'

    কারফিউয়ের মাঝে রবিবার বাংলাদেশের সুপ্রিম কোর্টে কোটা মামলার শুনানি ছিল। হাইকোর্টের আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। কোটা ব্যবস্থায় আমূল সংস্কারের নির্দেশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের এই রায়ে অশান্তির আঁচ কমতে পারে বাংলাদেশে।
  • Link to this news (আজকাল)