আজকাল ওয়েবডেস্ক: রবিবার, ২১ জুলাই, তৃণমূলের শহিদ দিবস। অন্যান্য বছরের মতো, এবারেও মেগা সমাবেশ নিয়ে প্রস্তুতি, ব্যস্ততা তুঙ্গে ছিল। জেলা থেকে কর্মী সমর্থকরা কলকাতা পৌঁছে গিয়েছেন সকালেই, অনেকে পৌঁছেছেন শনিবার রাতেই। মঞ্চ সহ সার্বিক পরিস্থিতি শনিবার সন্ধেয় খতিয়ে দেখে গিয়েছেন দলের সুপ্রিমো মমতা ব্যানার্জি। রবিবাসরীয় শহর সকাল থেকেই অপেক্ষার মুহূর্ত গুনছে হাইভোল্টেজ সভার।