• কর্মীদের নৈতিক পরামর্শ থেকে বিজেপির বিরুদ্ধে হুঙ্কার, মমতার সেরা ১০ বক্তব্য
    এই সময় | ২২ জুলাই ২০২৪
  • একুশে জুলাইয়ের সমাবেশে আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিলেন তিনিই। দলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বার্তা শুনতেই লক্ষ লক্ষ কর্মী-সমর্থকদের ভিড় জমে কলকাতায়। একাধারে দলের কর্মীদের উদ্দেশে কড়া বার্তা, অন্যদিকে বিজেপি বিরোধী আন্দোলন গড়ে তোলার ডাক। তাঁর বক্তব্য থেকে বেছে নেওয়া হল সেরা ১০টি মন্তব্য, দেখে নেওয়া যাক একনজরে।কী বললেন মমতা?

    ১. ‘আমি দলে বিত্তবান লোক চাই না। বিবেকবান লোক চাই। কেন জানেন? পয়সা আসে, চলে যায়। কিন্তু সেবার কোনও বিকল্প নেই।’

    ২. ‘আমি চাই আপনারা গরিব থাকুন। তার মানে ঘরে যা আছে, সেটা খেয়ে বেঁচে থাকুন। লোভ করার দরকার নেই।’

    ৩. ‘অন্যায় করবেন না। অন্যায় সহ্য করবেন না। আমি পরিষ্কার করে বলছি, মা-বোনেদের সম্মান দেবেন।’

    ৪. ‘যেখানে জিতেছেন, সেখানে মানুষকে ধন্যবাদ জানাবেন। যেখানে পরাজিত হয়েছেন, সেখানে মানুষের কাছে গিয়ে ক্ষমা চাইবেন।’

    ৫. ‘গাড়িতে ঘোরার চেয়ে পায়ে হেঁটে ঘোরা ভাল। তাতে শরীর-মন ভাল থাকে। বড় গাড়িতে ঘোরার থেকে স্কুটার-সাইকেলে ঘোরা ভাল।’

    ৬. ‘বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমি কোনও কথা বলব না। ওটা একটা আলাদা দেশ। এ নিয়ে যা বলার কেন্দ্রীয় সরকার বলবে। আমি এটুকু বলতে পারি, কোনও অসহায় মানুষ যদি বাংলার দরজায় এসে খটখট করেন, আমরা নিশ্চয়ই আশ্রয় দেব। কারণ, এটা রাষ্ট্রপুঞ্জের নিয়ম।’

    ৭. ‘বাংলাদেশ নিয়ে কেউ কোনও প্ররোচনায় পা দেবেন না। কোনও উত্তেজনা যেন তৈরি না হয়। ওখানকার পরিস্থিতির জন্য আমার সহমর্মিতা রয়েছে।’

    ৮. ‘আমাদের শপথ নিতে হবে, দুর্নীতির সঙ্গে কোনও আপস নয়। যাঁরা নির্বাচিত হয়ে মানুষের সেবা করবেন না, তাঁদের সঙ্গে কোনও সম্পর্ক রাখব না।’

    ৯. ‘বিজেপি আন্দোলনে পারে না। আমার কাছে ১০ লক্ষ সরকারি চাকরি তৈরি আছে। কিন্তু আমি কিছু করতে গেলে আদালতে ছোটে তাঁরা। কখনও বলছে ২৬ হাজারের চাকরি খাই, কখনও বলছে ৪২ হাজারের চাকরি খাই, কখনও বলছে ওবিসি উঠিয়ে দাও। উঠবে না। আমরা আইনি লড়াই করছি, করে যাব।’

    ১০. ‘আমরা একমাত্র রাজনৈতিক দল, যাঁরা লোকসভায় ৩৮ শতাংশ নির্বাচিত মহিলা প্রতিনিধি পাঠিয়েছি। তাঁরা আমাদের সম্পদ। একটা পার্টির সম্পদ সবাইকে নিয়ে চলা।’
  • Link to this news (এই সময়)