লরির সঙ্গে মুখোমুখি ধাক্কা বাসের, ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা, কার বিরুদ্ধে অভিযোগ?...
আজকাল | ২২ জুলাই ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ যাত্রীবোঝাই বাসের। দুর্ঘটনায় আহত অন্তত ১৮। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানা গিয়েছে। ঘটনাস্থল মেমারি কদমপুর মোড় সংলগ্ন এলাকা। জানা গিয়েছে দুর্ঘটনার কবলে পড়া বাস, কালনা থেকে মেমারির দিকে যাচ্ছিল।
দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় দমকল দপ্তরের আধিকারিকরা। উপস্থিত হয় পুলিশ। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপতালে নিয়ে যাওয়া হলে ইতিমধ্যে ৫জনকে বর্ধমান মেডিক্যাল কলেজে স্থানন্তরিত করা হয়েছে শারীরিক অবস্থার বিচারে।
ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা। তাঁদের মতে, ওই এলাকায় গত একমাসে তিনটি দুর্ঘটনার ঘটনা ঘটেছে। কিন্তু তারপরেও হুঁশ নেই বাস চালকদের। অভিযোগ,শক্তিপুর মোড় পেরোলেই মেমারিমুখি বেশকিছু বাসচালক বেপরোয়াভাবে গাড়ি চালাতে থাকেন। দুর্গাডাঙা এবং কদমপুর মোড়ের কাছে ইউটার্ন থাকায় ওই এলাকাগুলিতে বেশি দুর্ঘটনা ঘটছে। রবিবারের দুর্ঘটনার কারণে এলাকায় তীব্র যানজটের পরিস্থিতি তৈরি হয়েছিল।