• সপ্তাহের শুরুতেই একাধিক মিছিল শহরে, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
    এই সময় | ২২ জুলাই ২০২৪
  • রবিবার ধর্মতলায় রাজনৈতিক সমাবেশ থাকার জন্য একাধিক রাস্তায় যানজটের সমস্যা তৈরি হয়। সোমবারও কলকাতায় একাধিক জায়গায় মিছিল রয়েছে। সপ্তাহের শুরুর দিনেই মিটিং-মিছিলের কারণে যান নিয়ন্ত্রণ করা হবে একাধিক রাস্তায়। কোন কোন রাস্তায় আজ মিছিল রয়েছে? দেখে নেওয়া যাক, আজকের ট্রাফিক আপডেট।কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল থেকে গাড়ির চাপ কিছুটা কম রয়েছে। তবে, বেলা বাড়লে শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলোতে গাড়ির চাপ বাড়বে। বড় কোনও দুর্ঘটনার খবর নেই। তবে, সকাল সাড়ে দশটা নাগাদ আলিপুর রোড ক্রসিংয়ের কাছে বর্ধমান রোডের উপর গাড়ি ব্রেক ডাউনের কারণে ট্রাফিক মুভমেন্ট কিছুটা স্লো রয়েছে। লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, কলকাতায় সোমবার একাধিক মিছিল রয়েছে। বেলা ১২টা নাগাদ সিআর অ্যাভিনিউতে একটি মিছিলের আয়োজন করা হয়েছে।

    অন্যদিকে, একই সময়ে লেনিন সরণি থেকে রানি রাসমণি রোড হয়ে এস এন ব্যানার্জি রোড পর্যন্ত একটি মিছিল রয়েছে। এছাড়াও বেলা ২টো নাগাদ গোরাচাঁদ রোড হয়ে সার্কাস অ্যাভিনিউ পর্যন্ত একটি মিছিল রয়েছে। বিকেল সাড়ে চারটে নাগাদ সুবোধ মল্লিক স্কোয়ার থেকে গড়িয়াহাট সাউথ রোড হয়ে ঢাকুরিয়া ব্রিজ পর্যন্ত একটি মশাল মিছিল রয়েছে। সংশ্লিষ্ট রাস্তাগুলোতে যান নিয়ন্ত্রণ করা হবে। তবে যান চলাচল স্বাভাবিক রাখার ব্যাপারে কলকাতা পুলিশের তরফে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।

    অন্যদিকে, আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার সকাল থেকেই কলকাতার একাধিক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা হয়েছে। বৃষ্টির কারণে কয়েকটি রাস্তায় ট্রাফিক মুভমেন্ট স্লো রয়েছে। তবে, জল জমে থাকার কারণে যান চলাচলে বিঘ্ন ঘটার কোনও খবর নেই বলেই জানিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ।

    কলকাতা ট্রাফিক পুলিশের তরফে ট্রাফিক আইন মেনে চলার জন্য স্পষ্ট নির্দেশিকা রয়েছে। প্রতি মুহূর্তে ট্রাফিক আপডেট কলকাতা ট্রাফিক পুলিশের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে জানিয়ে দেওয়া হবে। এছাড়া, 2214-1457 এবং 2250-5096 নম্বরগুলোতে ফোন করে ট্রাফিক আপডেট জানতে পারা যাবে।
  • Link to this news (এই সময়)