• ধর্মতলার সভায় যোগ দিলেন রেকর্ড সংখ্যক মহিলা কর্মী
    আজকাল | ২২ জুলাই ২০২৪
  • মিল্টন সেন,হুগলি : ধর্মতলার শহীদ সমাবেশে হুগলি থেকে যোগ দিলেন রেকর্ড সংখ্যক কর্মী সমর্থক। তাঁদের মধ্যে অবশ্যই মহিলা কর্মীদের সংখ্যাটা ছিল চোখে পড়ার মতো। তবে এমনটা প্রত্যাশিত ছিল। আন্দাজ করা যাচ্ছিল কারণ, সম্প্রতি হয়ে যাওয়া লোকসভা নির্বাচনে জেলায় বিরোধীদের হাতে থাকা দুই আসন উদ্ধার হয়েছে। তার পরে রাজ্যের চার বিধানসভা আসনে নিরঙ্কুশ জয়লাভ চাঙ্গা করেছে কর্মীদের মনোবল।

    মহিলাদের কাছে প্রতি মাসে এই টাকা অনেক বড় ব্যাপার। মহিলারা বলেন, মানুষ দিদিকে চায় সেটা প্রমানিত। আর লক্ষ্মীর ভান্ডারের তো বিশেষ ভূমিকা আছেই। এদিন জল পথেও ধর্মতলা সভায় যাত্রা করেন কর্মীরা। উত্তরপাড়া ফেটিঘাট থেকে লঞ্চে করে তৃনমূলের ধর্মতলা সমাবেশে যাত্রা করেন । উত্তরপাড়া শহর মহিলা তৃণমূল কংগ্রেসের তরফে এই লঞ্চ ছাড়ার ব্যাবস্থা করা হয়। লঞ্চে করে কয়েকশ মহিলা কর্মী গিয়ে ধর্মতলার সভায় যোগ দেন।
  • Link to this news (আজকাল)