• বীরপাড়া পুরনো বাসস্ট্যান্ডে অবস্থান আরএসপি’র
    বর্তমান | ২২ জুলাই ২০২৪
  • সংবাদদাতা, আলিপুরদুয়ার: মাদারিহাট উপ নির্বাচনে বীরপাড়া রেল গেটে ফ্লাইওভার নির্মাণ, দলগাঁও স্টেশন থেকে ডলোমাইটের লোডিং আনলোডিং অন্যত্র নিয়ে যাওয়া ও বীরপাড়ার যানজটকে ইস্যু করে প্রচারে নেমেছে আরএসপি। এই দাবিতে রবিবার দিনভর বীরপাড়া পুরনো বাসস্ট্যান্ডে অবস্থান আন্দোলন করে তারা। অবস্থানে বক্তব্য রাখেন আরএসপি’র আলিপুরদুয়ার জেলা সম্পাদক সুব্রত রায়, দলের সংযুক্ত কিষান সভার জেলা সম্পাদক জ্ঞানেন দাস ও দলের চা শ্রমিক সংগঠনের নেতা গোপাল প্রধান। 


    সুব্রতবাবু বলেন, বিজেপির মনোজ টিগ্গা দু’বার বিধায়ক ও এবার লোকসভা ভোটে নির্বাচিত হওয়ার পরেও বীরপাড়া রেল গেটে ফ্লাইওভার নির্মাণ করতে পারেননি। একইভাবে দলগাঁও স্টেশন থেকে অন্যত্র ডলোমাইট স্থানান্তরের দাবিও পূরণ করতে পারেননি। আমরা উপ নির্বাচনেও এই দুই দাবিকে ইস্যু করে প্রচার চালাব। পাশাপাশি খুব শীঘ্রই এই দাবিতে রেলের কাছেও স্মারকলিপি দেব। যদিও বিজেপি সাংসদ মনোজ টিগ্গা পাল্টা প্রশ্ন তুলে বলেন, বামেরা ৩৪ বছর রাজ্যে ক্ষমতায় ছিল। ২০১১ সাল পর্যন্ত মাদারিহাটে তো আরএসপির বিধায়কই ছিলেন। সেসময় কেন্দ্রে ইউপিএ সরকারও ছিল। তখন কেন বীরপাড়ায় ফ্লাইওভার বা ডলোমাইটের সমস্যার সমাধান হয়নি। এসব অভিযোগ করে কোনও লাভ হবে না। উপ নির্বাচনে আমরাই জিতব। 
  • Link to this news (বর্তমান)