• ‘কুলতলির সুড়ঙ্গ দেশের…’, বলে রাজ্যের কাছে রিপোর্ট তলব রাজ্যপাল সিভি আনন্দ বোসের
    হিন্দুস্তান টাইমস | ২২ জুলাই ২০২৪
  • কুলতলির সাদ্দার সরদারের বাড়ির নীচে সুড়ঙ্গের সন্ধান মেলার ঘটনায় জাতীয় নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। একই সঙ্গে এব্যাপারে রাজ্য সরকারের কাছে এব্যাপারে রিপোর্ট তলব করলেন তিনি। যে ভাবে রাজ্যে একের পর এক জায়গায় তদন্তকারীদের ওপর আক্রমণ হচ্ছে তাতেও উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল।


    পড়তে থাকুন - 'সারে জাহাঁ সে আচ্ছা লেখেন নজরুল ইসলাম', মমতার কথায় উপহাস BJP নেত্রীর- ভিডিয়ো

    রবিবার রাজভবন থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, গত ১৫ জুলাই কুলতলিতে নকল সোনাকাণ্ডে অভিযুক্ত সাদ্দাম সরদারের বাড়িতে যে সুড়ঙ্গ পাওয়া গিয়েছে তা নিয়ে রাজ্যপাল উদ্বিগ্ন। সুড়ঙ্গটি বাড়ির পাশের একটি খালে গিয়ে পড়েছে। সেই খাল গিয়ে মিশেছে মাতলা নদীতে। যার কাছেই ভারত – বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত। যার ফলে এই ঘটনায় জাতীয় সুরক্ষা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

    রাজ্যপাল আরও লিখেছেন, ওই এলাকায় নকল সোনার কারবার ফুলে ফেঁপে উঠছে তা জানত স্থানীয় পুলিশ। এখন পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে তা জাতীয় নিরাপত্তার কাছে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। পুলিশকে আইনের শাসন প্রতিষ্ঠায় ব্রতী হওয়া উচিত বলে মন্তব্য করেছে তিনি।

    রাজভবনের তরফে জানানো হয়েছে, কুলতলিতে পুলিশের ওপর যে ভাবে গুলি চলেছে তাতে উদ্বিগ্ন রাজ্যপাল। সন্দেশখালি, বনগাঁ, ভূপতিনগরে কেন্দ্রীয় তদন্তকারীরা আক্রান্ত হয়েছেন। এবার কুলতলিতে আক্রান্ত হয়েছে রাজ্য পুলিশ। তদন্তকারীদের ভিতরে আতঙ্ক তৈরি করতে দুষ্কৃতীরা ও তাদের রাজনৈতিক প্রভুরা পরিকল্পনামাফিক এই হামলাগুলি চালাচ্ছে।


    ভারত – বাংলাদেশ সীমান্তে সংগঠিত অপরাধ নিয়ে রাজ্য সরকারের কাছে একটি রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল। তাতে কুলতলিতে কোন পরিস্থিতিতে সাদ্দাম সরদার বাড়ির নীচে সুড়ঙ্গ বানিয়েছে তা জানাতে বলা হয়েছে। কেন সীমান্ত লাগোয়া এলাকায় পুলিশ দুষ্কৃতীদের গতিবিধি জানতে ব্যর্থ হয়েছে জানাতে বলা হয়েছে তা-ও।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)