• শ্রাবণের প্রথম সোমবারে তারকেশ্বরসহ রাজ্যের সমস্ত শিবমন্দিরে উপচে পড়া ভিড়
    হিন্দুস্তান টাইমস | ২২ জুলাই ২০২৪
  • শ্রাবণের প্রথম সোমবারে তারকেশ্বরসহ রাজ্য সমস্ত শিব মন্দিরে দেখা গেল বাঁধভাঙা ভিড়। সোমবার উত্তর থেকে দক্ষিণবঙ্গে মনস্কামনা পূর্ণ হওয়ার লক্ষ্যে শিবলিঙ্গের ওপর জল ঢাললেন কোটি কোটি ভক্ত। শ্রাবণের প্রথম সোমবার উপলক্ষ্যে রাজ্যের বিভিন্ন শিব মন্দিরে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছে প্রশাসন।


    পড়তে থাকুন - 'সারে জাহাঁ সে আচ্ছা লেখেন নজরুল ইসলাম', মমতার কথায় উপহাস BJP নেত্রীর- ভিডিয়ো

    রবিবার গুরুপূর্ণিমার দিন থেকে হুগলির তারকেশ্বরে শুরু হয়েছে শ্রাবণী মেলা। তার পরই শ্রাবণ মাসের প্রথম সোমবার সেখানে শিবলিঙ্গের ওপর জল ঢালতে সেখানে হাজির হন হাজার হাজার ভক্ত। শেওড়াফুলি ভাগিরথীর ঘাট থেকে জল নিয়ে পায়ে হেঁটে প্রায় ৪০ কিমি পথ অতিক্রম করে জল ঢালতে বাংলা, বিহার, ঝাড়খণ্ড ও ওড়িশা থেকেও বহু ভক্ত হাজির হন। কেউ প্রতিবছর আসেন জল ঢালতে আবার অনেকে এসেছেন মনস্কামনা পূরণ হওয়ার জন্য আবার অনেকে এসেছেন বাবার কাছে মানত করতে।

    এদিন রাজা কৃষ্ণচন্দ্র প্রতিষ্ঠিত নদিয়ার কৃষ্ণনগরের শিবনিবাসেও দেখা যায় ভক্তদের ভিড়। এখানে রয়েছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। হাজার হাজার ভক্ত এদিন শিবলিঙ্গে জল ঢেলে মঙ্গলকামনা করেন।

    একই ছবি দেখা যায় পড়শি জেলা মুর্শিদাবাদের কাশেমবাজারের ব্যাসপুর মন্দিরেও। সেখানেও ছিল ভক্তদের ভিড়। এদিন উপচে পড়া ভিড় দেখা যায় দুর্গাপুরের বামুনাড়া সংলগ্ন রাঢ়েশ্বর শিবমন্দিরে। এই বছরও রাঢ়েশ্বর শিব মন্দির ভক্তদের ভিড় সামলাতে রয়েছে পুলিশ প্রশাসনের কড়া নজরদারি। মন্দিরের প্রবেশপথে ভক্তদের তৈরি করা হয়েছে বাঁশের ব্যারিকেড। পাশাপাশি মন্দিরের গৃর্ভগৃহর সামনেই একটি টানেল পাইপ এর ব্যবস্থা করা হয়েছে, সেই পাত্রে জল ঢাললে জল গিয়ে পড়বে শিবলিঙ্গের ওপরে।


    বেসরকারি স্বেচ্ছাসেবী সদস্যারা মন্দিরের বাইরে একটি হেল্থ চেকআপ ক্যাম্পেরও আয়োজন করে। জানান, বহু ভক্তরা বাইরে থেকে পায়ে হেঁটে আসে, দীর্ঘক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয় তাদের। তাই কেউ কোন অসুস্থতা বোধ করলে তাদের সহযোগিতার জন্যই এই ধরনের হেলথ চেকআপ ক্যাম্প।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)