• টিউশন পড়ে প্রেমিকদের সঙ্গে দেখা করতে গিয়েছিল ২ নাবালিকা, পরিণত হল ভয়ানক
    হিন্দুস্তান টাইমস | ২২ জুলাই ২০২৪
  • প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে গণধর্ষণের শিকার ২ নাবালিকা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের তালদিতে। রবিবার রাতে ওই ঘটনায় ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের সোমবার ক্যানিং আদালতে পেশ করা হয়েছে।


    পড়তে থাকুন - 'সারে জাহাঁ সে আচ্ছা লেখেন নজরুল ইসলাম', মমতার কথায় উপহাস BJP নেত্রীর- ভিডিয়ো

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার টিউশন পড়তে গিয়েছিল সেখান থেকে তালদি অঞ্চলের জনবিরল এলাকায় প্রেমিকদের সঙ্গে দেখা করতে যায় তারা। প্রেমিকরা আগে থেকেই সেখানে অপেক্ষা করছিল। ঘটনাস্থলে আগে থেকে ওঁত পেতে ছিল ২ অভিযুক্ত লব মাইতি ও বাকিবুল্লা মোল্লা। নাবালিকারা সেখানে পৌঁছতেই তাদের প্রেমিকদের ওপর হামলা চালায় তারা। মারধর করে তাদের এলাকা থেকে দূরে সরিয়ে দেয়। এর পর ২ নাবালিকাকে অন্ধকার জঙ্গলে নিয়ে গিয়ে দফায় দফায় ধর্ষণ করে তারা।

    ঘটনার কথা গ্রামবাসীদের জানান ২ প্রেমিক। তাঁরাই পুলিশকে খবর দেন। পুলিশ আধিকারিকরা গিয়ে ২ ধর্ষককে হাতে নাতে ধরে ফেলেন। এর পর ২ নির্যাতিতাকে উদ্ধার করেন তাঁরা। তাদের স্বাস্থ্য পরীক্ষার পর সরকারি হোমে পাঠিয়েছে পুলিশ।


    এই ঘটনায় রাজ্যে ফের একবার নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এর আগেও রাজ্যে নাবালিকা ধর্ষণ ও যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে। কিন্তু ২ নাবালিকাকে একসঙ্গে গণধর্ষণের ঘটনা এই প্রথম। সোমবার ২ অভিযুক্তকে আদালতে পেশ করে হেফাজতে নিয়েছে পুলিশ। ঘটনায় নাবালিকাদের প্রেমিকদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে বলে তালদি থানা সূত্রে জানা গিয়েছে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)