সাবধান! সোশ্যাল মাধ্যমে AIIMS-এ নিয়োগের ভুয়ো বিজ্ঞপ্তি, সর্তক করল কর্তৃপক্ষ
হিন্দুস্তান টাইমস | ২২ জুলাই ২০২৪
নিয়োগে দুর্নীতির অভিযোগে এক সময় খবরের শিরোনামে উঠে এসেছিল কল্যাণীর এইমস হাসপাতাল। আর এবার এইমস হাসপাতালে একটি নিয়োগের বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। সোশ্যাল মাধ্যমে এইমসে নিয়োগের এই বিজ্ঞপ্তি ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। তাতে আকর্ষণীয় বেতনের কথা উল্লেখ করা হয়েছে। তবে এইমস কর্তৃপক্ষের দাবি, সরকারিভাবে কোনও রকমের নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়নি। সোস্যাল মাধ্যমে যে বিজ্ঞপ্তি ঘুরে বেড়াচ্ছে সেটি আসলে ভুয়ো। এর পিছনে কোনও চক্র জড়িত রয়েছে বলে মনে করছেন এইমস কর্তৃপক্ষ।
সমাজ মাধ্যমে যে বিজ্ঞপ্তি দেখা যাচ্ছে, তাতে এইমস হাসপাতালের লোগো দেওয়া রয়েছে। উল্লেখ রয়েছে আকর্ষণীয় বেতনের কথা। বলা হয়েছে, দশম পাশ হলে বেতন সাড়ে ১৭ হাজার টাকা, উচ্চমাধ্যমিক পাশ হলে ১৯৮০০ টাকা, ডিপ্লোমা হলে সাড়ে ২১ হাজার টাকা এবং ডিগ্রি থাকলে সাড়ে ২৪ হাজার টাকা বেতন দেওয়া হবে। আরও উল্লেখ আছে, নিয়োগের জন্য বয়স হতে হবে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে। অভিজ্ঞ এবং নতুনরা এই কাজের জন্য আবেদন করতে পারবেন। কাজের সময়ও উল্লেখ রয়েছে বিজ্ঞপ্তিতে। তাতে বলা হয়েছে কাজের সময় হল সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত। সেই সঙ্গে যোগাযোগের জন্য একটি ফোন নম্বরও দেওয়া রয়েছে।
ওই ফোন নম্বরে যোগাযোগ করে জানা যাচ্ছে। ইচ্ছুক চাকরিপ্রার্থীদের কাছ থেকে প্রথমে বায়ো ডাটা চাওয়া হচ্ছে। তারপরে আবেদনপত্রের জন্য ৪৫০ টাকা চাওয়া হচ্ছে। যে ব্যাক্তি ফোন ধরছেন তিনি নিজের নাম বিজয় গঙ্গোপাধ্যায় বলে দাবি করেছেন। শুধু তাই নয়, তিনি নিজেও এইমসের কর্মী বলে দাবি করছেন। এছাড়াও চাকরি পাওয়ার পর বাড়ি থেকে যাতায়াতের সমস্যা হলে এইমসের আবাসনে থাকার ব্যবস্থা করা হবে বলে জানানো হচ্ছে। বিজ্ঞাপন কেন সোশ্যাল মাধ্যমে দেওয়া হল সে প্রসঙ্গে ওই ব্যক্তি দাবি করেন ওয়েবসাইটটি বন্ধ রয়েছে। সেই কারণে সমাজ মাধ্যমে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। এ বিষয়ে কল্যাণী এইমসের এক আধিকারিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান হাসপাতালের তরফে কোনও রকমের বিজ্ঞাপন দেওয়া হয়নি। তাছাড়া শূন্য পদে নিয়োগের কথা তাদের জানা নেই। এই অবস্থায় চাকরিপ্রার্থীদের কোনও প্রলোভনে পা দেওয়ার জন্য তিনি আবেদন করেছেন।