সিবিআই সূত্রে জানা গিয়েছে। আদালতের নির্দেশে প্রায় ২৬০০ জন অবৈধ চাকরিপ্রাপককে জেরা শুরু করেছেন তদন্তকারীরা। তাদের মধ্যে ২৪৫০ জন অবৈধ চাকরিপ্রাপককে জেরার কাজ শেষ হয়েছে। কিন্তু সমস্যা তৈরি হয়েছে ১৫০ জন মহিলা চাকরিপ্রাপককে নিয়ে। আইন অনুসারে এদের সিবিআই দফতরে ডেকে জেরা করা যাবে না। জেরা করতে হবে তাদের সুবিধামতো জায়গায়। কিন্তু এই বিপুল সংখ্যক মহিলা অবৈধ চাকরিপ্রাপককে তাদের বাড়ি বা অন্য পছন্দমতো জায়গায় গিয়ে জেরা করার পরিকাঠামো নেই সিবিআইয়ের।
তদন্তকারীরা জানাচ্ছেন, সেজন্য শিক্ষা দফতরের কাছে সাহায্য চেয়েছিলেন তারা। চিঠি দিয়ে জানানো হয়েছিল, নির্দিষ্ট দিনে শিক্ষা দফতরে এদের তলব করা হোক। সেখানে গিয়ে এই ১৫০ জনকে জেরা করবেন সিবিআই আধিকারিকরা। কিন্তু সেই প্রস্তাব পত্রপাঠ খারিজ করে দিয়েছে শিক্ষা দফতর। তাদের দাবি, তাদের অন্য কাজ রয়েছে।
এর জেরে সমস্যায় পড়েছেন সিবিআইয়ের গোয়েন্দারা। কী ভাবে এই ১৫০ জনকে জেরা করা যেতে পারে সেব্যাপারে আদালতের দ্বারস্থ হওয়ার পরিকল্পনা করছে তারা। সমস্যা সমাধানে আদালতকে বেশ কয়েকটি প্রস্তাব দেওয়া হতে পারে। ফোনে বা ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে জেরা করার প্রস্তাব দিতে পারে সিবিআই। সঙ্গে শিক্ষা দফতর যে সহযোগিতা করছে না সেটাও আদালতকে জানানোর পরিকল্পনা করেছে তারা।