টিউশন পড়ে ফেরার পথে ক্যানিংয়ে ধর্ষণের শিকার দুই নাবালিকা, গ্রেপ্তার ২...
আজকাল | ২৩ জুলাই ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: টিউশন পড়ে ফেরার পথে ক্যানিংয়ে ধর্ষণের শিকার দুই নাবালিকা। উদ্ধার করে তাদের হোম-এ পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে দুই অভিযুক্ত লব মাইতি ও বাকিবুল্লা মোল্লাকে। নিগৃহীতারা একজন অষ্টম ও আরেকজন দশম শ্রেণির ছাত্রী বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, টিউশন পড়ার পর ফেরার পথে তালদি এলাকায় ওই দুই নাবালিকা তাদের পুরুষ বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়েছিল। ঘটনাস্থল তাদের বাড়ি থেকে এক কিলোমিটার দূরত্বের মধ্যে। তারা যখন রাস্তায় দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথা বলছিল সেই সময় অভিযুক্তরা সেখানে এসে জানতে চায় তারা কেন এভাবে কথা বলছে। নাবালিকা ও তাদের সঙ্গীরা জানায়, তারা চলে যাচ্ছে।
এরপর যখন তারা ফিরতে চায় তখনই পথ আটকে দাঁড়ায় অভিযুক্তরা। পকেট থেকে ছুরি বের করে ভয় দেখিয়ে নাবালিকাদের দুই পুরুষ সঙ্গীকে চলে যেতে বলে। ভয় পেয়ে তারা কিছুটা দূরে গেলে অভিযুক্ত লব ও বাকিবুল্লা দুই নাবালিকাকে জোর করে পাশেই একটি নির্মীয়মাণ ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। ইতিমধ্যেই দুই পুরুষ বন্ধুদের একজন স্থানীয় ক্যানিং থানায় ফোন করে বিষয়টি জানালে দ্রুত ঘটনাস্থলে চলে আসে পুলিশ। নির্মীয়মাণ বাড়িতে ঢুকে দুই নিগৃহীতাকে উদ্ধারের পাশাপাশি ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করে দুই অভিযুক্তকে। ধৃতদের সোমবার আদালতে পেশ করা হয়েছে। তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ।