আজকাল ওয়েবডেস্ক: পূর্ণিমার ভরা কোটাল। সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাসের কারণে এবার বিপদের মুখে কপিলমুনির আশ্রম। বর্তমানে কপিলমুনির আশ্রম রাজ্যের অন্যতম পর্যটন তীর্থকেন্দ্র। সমুদ্রের প্রবল জলোচ্ছ্বাসের জেরে মন্দিরের সামনে তিন নম্বর ঘাট থেকে পাঁচ নম্বর ঘাট পর্যন্ত ঢালাই রাস্তা সহ লাইটপোস্ট, গাছ এবং বেশ কিছু অস্থায়ী দোকান ভেঙে পড়েছে। ঘটনায় রীতিমত আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। সমুদ্র লাগোয়া সমস্ত অস্থায়ী দোকানগুলিকে সরিয়ে নিয়ে যেতে বলা হচ্ছে প্রশাসনের তরফে।
মন্দিরের সামনে থেকে বিদ্যুতের খুঁটি তলিয়ে যায় সমুদ্রে। ভরা কোটালের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে বাঁধও। উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। প্রসঙ্গত, উত্তাল সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। ইতিমধ্যেই, সোমবার সকালে গঙ্গাসাগরে দুটি মাছভর্তি নৌকা উল্টে গিয়েছে। তবে প্রাণে বেঁচে গিয়েছেন মৎস্যজীবীরা। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নৌকা উল্টে প্রচুর পরিমাণ ভেসে যায় সমুদ্রে। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় কিছু পরিমাণ মাছ উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রশাসনের তরফে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছ।