মিল্টন সেন,হুগলি: ভীনরাজ্যে পড়তে গিয়েছিলেন, মর্মান্তিক পরিণতিতে কান্নার রোল পরিবারে। ছত্তিশগড় থেকে খবর এল গুড়াপে, বাঁধের জলে পড়ে অস্বাভাবিক মৃত্যু পড়ুয়ার। শোক গুড়াপের সাধু পরিবারে। মৃত ছাত্রের নাম কৌস্তভ সাধু(২৩), বাড়ি হুগলি জেলার গুড়াপ থানার খাজুরদহ মিলকি গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর গ্রামে। ছত্তিশগড়ের বিলাসপুর গুরু ঘাসিদাস বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিদ্যা নিয়ে স্নাতকোত্তর করছিলেন কৌস্তভ। ওই বিশ্ববিদ্যালয়ে ২০২২ সালের ডিসেম্বরে ভর্তি হয়েছিল সে। ফাইনাল পরীক্ষা শেষে সেপ্টেম্বর মাসে বাড়ি ফেরার কথা ছিল। কৌস্তভ মগরার শ্রী গোপাল ব্যানার্জি কলেজ থেকে বিএসসি পাশ করেছেন।
ছাত্রের আত্মীয় মিন্টু সাধু বলেন, 'মেধাবী ছাত্র ছিল কৌস্তভ। উজ্বল ভবিষ্যতের কথা ভেবে ভীনরাজ্যে পড়তে গিয়েছিল। কিন্তু মর্মান্তিক পরিনতি হল। তাঁকে খুন করা হয়েছে ? কী কারনে মৃত্যু হল তার তদন্ত হওয়া দরকার।' বিলাশপুর থেকে প্রায় ৩০ কিমি দূরে রতনপুরে খুটাঘাট বাঁধ। বর্ষার সময় জলে ভরা থাকে ওই বাঁধ। সেখানেই বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। হুগলি গ্রামীণ পুলিশ সূত্রে জানা গেছে, ছত্তিশগড় থেকে গুড়াপ থানায় খবর আসে, জলে ডুবে মৃত্যু হয়েছে ছাত্রের। পরিবারকে জানানো হয়েছে। তাঁরা মৃতদেহ আনতে ছত্তিশগড়ে গিয়েছে। পরিবার অভিযোগ করলে তা খতিয়ে দেখা হবে।