অধিবেশনে যোগ দিলেই ৫০০ টাকা জরিমানা হবে সায়ন্তিকা-রেয়াতের, চিঠি পাঠিয়ে আগাম হুঁশিয়ারি দিলেন রাজ্যপাল...
আজকাল | ২৩ জুলাই ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: তৃণমূলের নবনির্বাচিত দুই বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি এবং রেয়াত হোসেনের শপথ গ্রহণ নিয়ে জটিলতা চলছিল বহুদিন ধরে। দীর্ঘ টালবাহানার পর গত ৫ জুলাই বিধানসভার স্পিকার বিমান ব্যানার্জির হাত ধরে শপথবাক্য পাঠ করানো হয় সায়ন্তিকা এবং রেয়াতকে। এবার সেই শপথগ্রহণকেই অসাংবিধানিক আখ্যা দিয়ে দুই বিধায়ককে চিঠি পাঠালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সোমবার থেকে বিধানসভায় বাদল অধিবেশন শুরু হয়েছে। এরই মধ্যে সায়ন্তিকা এবং রেয়াতকে চিঠি পাঠিয়ে রাজ্যপাল জানতে চেয়েছেন কে তাঁদের শপথবাক্য পাঠ করিয়েছে? তাঁর নির্দেশ অনুযায়ী ডেপুটি স্পিকার শপথবাক্য পাঠ করিয়ে না থাকলে তা অসাংবিধানিক বলে দাবি বোসের। মঙ্গলবারেও বিধানসভায় অধিবেশন রয়েছে। যোগ দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীরও। বোস চিঠিতে দাবি করেছেন, সায়ন্তিকা এবং রেয়াত অধিবেশনে যোগ দিলে ৫০০ টাকা জরিমানা হতে পারে দুই বিধায়কের।
সূত্রের খবর, এই শপথ যে অসাংবিধানিক তা জানাতে মোট ৩৭টি ধারার কথা চিঠিতে উল্লেখ করেছেন বোস। তাঁর দাবি, রাজ্যপালকে এড়িয়ে স্পিকারের এক্তিয়ার নেই শপথবাক্য পাঠ করানোর। সুতরাং, এরপরেও যদি কোনো বিধায়ক অধিবেশনে যোগ দেন তাহলে বিভিন্ন সমস্যায় পড়তে হতে পারে। সেই সমস্যার তালিকার কথাও উল্লেখ করা হয়েছে চিঠিতে। টালবাহানার পর শপথগ্রহণ হল, কিন্তু তারপরেও সমস্যা মিটল না। এই চিঠির ভিত্তিতে দুই বিধায়কের কেউই কোনো পদক্ষেপ নেননি। আজকাল ডট ইনের তরফে সায়ন্তিকা ব্যানার্জির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘আমরা চিঠি পেয়েছি। তবে যেহেতু মাননীয় অধ্যক্ষ বিমান ব্যানার্জির কাছে আমরা শপথ নিয়েছি তাই এই বিষয়টি সম্পর্কে আমরা ওনাকে জানিয়েছি। যা পদক্ষেপ নেওয়ার সেটা উনি নেবেন’।