রাজভবন ইতিবাচক বার্তা দেয়নি, চার নবনির্বাচিত বিধায়কের শপথ নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিলেন বিধানসভার স্পিকার...
আজকাল | ২৩ জুলাই ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: এর আগে উপনির্বাচনে জয়ী দুই বিধায়কের শপথ নিয়ে টালবাহানা চলেছে দীর্ঘ। নজর ছিল, চার কেন্দ্রে থেকে নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণের দিকে। তবে জল্পনার মাঝেই সোমবার বড় বার্তা দিয়েছে বিধানসভা।
তবে সোমবার বিধানসভার স্পিকার বিমান ব্যানার্জি অধিবেশনের শুরুর দিনেই জানিয়ে দিলেন, আগামিকাল, অর্থাৎ মঙ্গলবার ওই চার বিধায়ক শপথ নেবেন, বিধানসভাতেই।