• অখিলেশ যাদব...
    আজকাল | ২৩ জুলাই ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: 'দিল্লিতে বর্তমানে যাঁরা বসে রয়েছেন, তাঁরা কিছুদিনের অতিথি। এরা কেউ মানুষের ভাল চান না। অন্যের মহাপুরুষকে নিজেদের বলে দাবি করেন। কিন্তু এসব আর বেশিদিন চলবে না। দেশ জেগে উঠেছে। দিল্লিতে সরকারের পতন হবে।' ২১ জুলাইয়ের সমাবেশ থেকে মমতা ব্যানার্জির সঙ্গে একজোট হয়ে এভাবেই কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব। তৃণমূলের মেগা সমাবেশে যোগ দিতে রবিবার সকলেই কলকাতায় আসেন অখিলেশ। সেখান থেকে সোজা চলে যান কালীঘাটে তৃণমূল সুপ্রিমোর বাড়িতে।

    মমতার সঙ্গে দেখা করে একই সঙ্গে তাঁরা ধর্মতলায় ২১ জুলাইয়ের সমাবেশে আসেন। কিছুদিন আগে মুম্বই গিয়ে অখিলেশের সঙ্গে দেখা করেছিলেন মমতা। তখনই তাঁকে আমন্ত্রণ জানিয়েছিলেন ২১ জুলাইয়ের সমাবেশে আসার জন্য। এদিন বক্তৃতা রাখতে গিয়ে মমতা ব্যানার্জির লড়াইকে কুর্নিশ জানান এসপি সভাপতি। বলেন, 'শুরুর দিন থেকে দিদি লড়াই করে চলেছেন। এর আগের নির্বাচনে দেখেছিলাম পায়ে প্লাস্টার করা অবস্থায় একা লড়ে গেছেন। এবারের ভোটেও লড়ে গেছেন দিদি। এই লড়াইকে কুর্নিশ জানাই।'

    বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে একজোট হওয়ার বার্তা দেন অখিলেশ। সভায় উপস্থিত কর্মীদের উদ্দেশ্যে অখিলেশ বলেন, 'আপনাদের নেত্রী বহু লড়াই করে এই জায়গায় এসেছেন। আগামীদিনে আরও বড় লড়াই অপেক্ষা করছে। আমাদের একজোট হতে হবে। বিপদ এখন অনেক বেশি। দিল্লি থেকে ষড়যন্ত্র করা হচ্ছে। আপনাদের পাশে থাকতে হবে।'
  • Link to this news (আজকাল)