• লোকসভা ভোটের সাফল্যের পর দিল্লি সফরে মুখ্যমন্ত্রী, মোদী-মমতা বৈঠক?
    ২৪ ঘন্টা | ২৩ জুলাই ২০২৪
  • সুতপা সেন: লোকসভা ভোট সাফল্যের পর এই প্রথম। দিল্লি যাচ্ছেন মুখ্য়মন্ত্রী। কবে? আগামী ২৫ জুলাই। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখার করার সময় চেয়েছেন তিনি। সূত্রের খবর তেমনই।

    ২৭ জুলাই নীতি আয়োগের বৈঠক। সেই বৈঠকের ২ দিন আগেই দিল্লিতে পৌঁছবেন মুখ্য়মন্ত্রী। ২৬ তারিখ তৃণমূলের লোকসভা ও রাজ্যসভার সাংসদের বৈঠকে করবেন তিনি। এরপর যেতে পারেন সংসদ ভবনেও। তবে এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেননি মমতা। এরপর ২৭ তারিখ সকাল ১০টা নীতি আয়োগের বৈঠকে য়োগ দেবেন মুখ্যমন্ত্রী। সেদিন দিনভর চলবে এই বৈঠক। 

    এদিকে দীর্ঘদিন ধরেই সরব তৃণমূল। লোকসভা ভোটের প্রচারে এই ইস্য়ুতে বিজেপিকে লাগাতার আক্রমণ শানিয়েছেন এ রাজ্যের শাসকদল।  অভিযোগ,  একশো দিনের টাকা, আবাস যোজনায় রাজ্যের প্রাপ্য টাকা দিচ্ছে না কেন্দ্র। গত বছরের অক্টোবরের দিল্লিতে ধরনা দিয়েছিলেন তৃণমূল সাংসদ। সেক্ষেত্রে দিল্লি নীতি আয়োগের বৈঠকের আগে যদি মোদী-মমতা বৈঠক হয়, তাহলে কী কী দাবিদাওয়া জানাবেন মুখ্যমন্ত্রী, তা নিয়ে জল্পনা তুঙ্গে।

  • Link to this news (২৪ ঘন্টা)