• আন্দোলন ছাত্রদের ছিল না, ছিনতাই হয়ে গিয়েছিল, বাংলাদেশ থেকে ফিরে বললেন পবিত্র সরকার ...
    আজকাল | ২৩ জুলাই ২০২৪
  • রিয়া পাত্র 

    বাংলাদেশের কোটা প্রসঙ্গেই উঠে আসছে ভারতের কোটা প্রসঙ্গ। সুর জোরালো না হলেও, প্রশ্ন উঠছে। ভারতেরও কি তাহলে কোটা-সংস্কারের পথে হাঁটা উচিত? পবিত্র সরকারের মতে, কোথাও, কোটা কখনওই চিরস্থায়ী হওয়া উচিত নয়। অন্তত প্রতি ১০ বছরে কোটা সংস্কার হওয়া উচিত। পুনর্বিবেচনা করা দরকার, নইলে বোঝা যাবে কী করে, দেশ এগোচ্ছে কি না।
  • Link to this news (আজকাল)