ভাটরা বিলের বিস্তৃত জলরাশি ও নয়নাভিরাম দৃশ্যের টানে ভিড় জমাচ্ছেন আট থেকে আশি
বর্তমান | ২৩ জুলাই ২০২৪
সংবাদদাতা, পুরাতন মালদহ: পুরাতন মালদহ ব্লকের ভাটরা বিল জলে পরিপূর্ণ হয়ে গিয়েছে। ব্লকের মাধাইপুর, যাত্রাডাঙ্গা, মুচিয়া এলাকায় অবস্থিত এই বিল এখন জলে থইথই করছে। ভরা বর্ষায় এই দিগন্ত বিস্তৃত জলরাশি ও নয়নাভিরাম দূশ্য দেখতে জেলার বিভিন্ন প্রান্তের পর্যটকরা ভিড় করছেন। বিশেষ করে বিকেলে প্রচুর মানুষ ভিড় করছে। অনেকে ইউটিউবার ব্লগ, শর্ট ভিডিও তৈরি করছেন। ভ্রমণ পিপাসুরা বিলের ধারে সেলফি তোলায় ও স্নানে মেতে উঠছেন। তবে এবার প্রশাসনের কড়াকড়িতে বিলে এবার নৌকা ভ্রমণ তেমন দেখা যাচ্ছে না। তবে কেউ কেউ বড় নৌকা ভাড়া করে পর্যাপ্ত সুরক্ষা সহ বিলের মাঝ পর্যন্ত গিয়ে ঘুরে আসছেন। এনিয়ে পর্যটকরা খুব খুশি।
সোমবার ভাটরা বিলে জলের ঢেউ এবং মনোরম পরিবেশ দেখতে গিয়েছিলেন পুরাতন মালদহের বাসিন্দা নিতাই মণ্ডল, রাজু সাহা সহ বেশ কয়েকজন যুবক। তাঁরা সেখানে পিকনিকের আমেজে মেতে ওঠেন। তাঁরা বলেন, খুব গরম। বাড়িতে থাকা যাচ্ছে না। মনোরম পরিবেশে দেখতে ভাটরা চলে এলাম। সত্যিই এক নয়নাভিরাম দৃশ্য। এটা জেলার এখন অন্যতম ডেস্টিনেশন। আমরা মাছ ভাজা, মুড়ি, ফল দিয়ে ছোট পিকনিক করছি। বৃষ্টিতে খুব মজা লাগছিল। ভাটরা বিলের এক নৌকার মাঝি ইমরান হোসেন বলেন, নৌকায় পর্যটকরা উঠতে চান। তবে প্রশাসন আমাদের সতর্ক করে দিয়েছে। কোনও রকম ঝুঁকি নেওয়া চলবে না। কেউ রিজার্ভ করলে অল্প দূর থেকে ঘুরিয়ে নিয়ে আসছি।
পুরাতন মালদহের ব্লকের মঙ্গলবাড়ি ও যাত্রাডাঙ্গা পঞ্চায়েতের বলাতুলি, সাহাপুর, মুচিয়া পঞ্চায়েত এবং মাধাইপুর, ভাটরা, জলকর বিধান এলাকায় চারদিকে নিচু জমি রয়েছে। সেখানে বছরভর ধান, সর্ষে সহ বিভিন্ন ফসলের চাষ হয়। কিন্তু বর্ষার সময় বৃষ্টির জলে এই এলাকা বিশাল জলরাশিতে পরিপূর্ণ হয়ে যায়। বাতাসের দোলায় সেই জলে ব্যাপক ঢেউ তৈরি হয়। কয়েক মাস জল থাকে। অনেকে ভাটরা বিলকে ‘মালদহের দীঘা’ বলেন। কয়েক মাসজুড়ে জলের ঢেউ দেখতে ব্যাপক ভিড় উপচে পড়ে। বিশেষ করে শনিবার ও রবিবার বেশি ভিড় হয়। অনেকে স্নান করেন, রাতভর মাছ ধরেন। তবে ভাটরা বিলের মাধাইপুর ঘাটে পচা জলের গন্ধের অভিযোগ উঠেছে। এবিষয়ে পুরাতন মালদহের বিডিও সেঁজুতি পাল মাইতি বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে। ( ভাটরা বিলে পর্যটকদের ভিড়। - নিজস্ব চিত্র।)