• একবালপুরে জেসিবি দিয়ে তোলা হল উল্টে পড়া গাছ
    বর্তমান | ২৩ জুলাই ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোমবার সকালে খিদিরপুরের একবালপুর এলাকায় রাস্তার উপর একটি বড় গাছ পড়ে বিপত্তি ঘটে। স্থানীয়দের দাবি, ওই অঞ্চলে রাস্তা খুঁড়ে নিকাশির পাইপলাইন বসানোর কাজ চলছে। তার জেরে মাটি আলগা হয়েই এই ঘটনা। রাস্তা ফাঁকা করতে কাজ শুরু করে পুরসভা। প্রথমে কিছু ডাল-পালা কেটে সরান পুরসভার উদ্যান বিভাগের কর্মীরা। কিন্তু গাছটি পুরোপুরি সরাতে বেশ বেগ পেতে হয় পুরকর্মীদের। অনেক কাঠখড় পুড়িয়ে বিকেলের পর সেটি রাস্তা থেকে সরানো সম্ভব হয়। 


    ঘটনাটি ঘটেছে ৬, একবালপুর রোডে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, এদিন বেলা ১১টা নাগাদ গোড়াসমেত গাছটি উপড়ে পড়ে রাস্তার উপর। নবাব আলি পার্ক পাম্পিং স্টেশনের নিকাশি লাইন তৈরির জন্য ওই রাস্তা খোঁড়া হয়েছে। সেই সময় গর্তে কাজও করছিলেন শ্রমিকরা। যদিও বড় কোনও বিপদ হয়নি। সংশ্লিষ্ট ৭৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সালমা খাতুন বলেন, ‘মাটি খোঁড়াখুঁড়ি হয়েছে। ওই কারণে গাছটি পড়ে গিয়েছে। সামনের একটি বাড়ির তলায় টিনের ছাউনি দেওয়া একটি গুমটি ছিল। তার উপর গাছটি ভেঙে পড়ে।’ পুরসভার উদ্যান বিভাগের এক অফিসার বলেন, ‘মোটা কাণ্ডটি তুলতে সমস্যা হয়েছে। নীচে গর্তে শ্রমিকরা কাজ করছেন। পাশে মাটি ডাই হয়ে রয়েছে। তার উপর পড়ে রয়েছে গাছটি। সেটি সরাতে গেলে গর্তে ধস নামার প্রবল আশঙ্কা ছিল। তাই শ্রমিকদের কাজ শেষ না হওয়া পর্যন্ত গাছটি সরানো যায়নি। ঘটনাস্থলে যান ৯ নম্বর বরো চেয়ারম্যান দেবলীনা বিশ্বাস। তিনি বলেন, ‘গাছটি সরাতে জেসিবি নিয়ে আসা হয়।’ -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)