মঙ্গলে রাজ্য মন্ত্রিসভার বৈঠক, পুজো উদ্যোক্তাদের সঙ্গেও আলোচনায় মুখ্যমন্ত্রী
এই সময় | ২৩ জুলাই ২০২৪
মঙ্গলবার বিধানসভায় রাজ্য মন্ত্রিসভার বৈঠক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিকেল ৩টে নাগাদ এই বৈঠক করতে চলেছেন। এ দিনই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দুর্গাপুজোর উদ্যোক্তাদের নিয়ে বৈঠক করবেন তিনি। দুর্গাপুজো নিয়ে রাজ্য সরকার কোনও সিদ্ধান্ত নিলে তা তিনি নেতাজি ইন্ডোরে ঘোষণা করতে পারেন।মঙ্গলবার বেলা ১টা নাগাদ শুরু হতে চলেছে রাজ্য বিধানসভা অধিবেশন। সেখানে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন কিনা, তা স্পষ্ট নয়। বিধানসভায় অধিবেশন চলাকালীন মন্ত্রিসভার বৈঠক হলে তা অনেক সময় বিধানসভাতেই করেন মমতা বন্দ্য়োপাধ্যায়। রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক লোকসভা নির্বাচনে জয়ী হয়ে ব্যারাকপুরের সাংসদ হয়েছেন। ফলে নিয়ম মোতাবেক বিধায়ক পদ থেকে তাঁকে ইস্তফা দিতে হবে। সেক্ষেত্রে আগামীদিনে সেচ দফতরের দায়িত্ব মন্ত্রিসভার অন্য কোনও সদস্যকে দেওয়া হতে পারে।
এদিকে মঙ্গলবার নেতাজি ইন্ডোরে দুর্গাপুজো কমিটিগুলিকে নিয়ে সমন্বয় বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। এদিনের বৈঠকে পুলিশ, পুর ও নগরোন্নয়ন দফতর, বিপর্যয় মোকাবিলা দফতর থেকে শুরু করে রাজ্যের অন্যান্য দফতরের শীর্ষ কর্তারা উপস্থিত থাকতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরেই বিশ্ব দরবারে দুর্গাপুজোকে বিশেষভাবে উপস্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। শুরু হয়েছে রেড রোডের কার্নিভ্যালও। সেক্ষেত্রে পুজোয় বিদেশ থেকে আসা পর্যটকদের অভ্যর্থনার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হতে পারে বলে সূত্রের খবর।
পাশাপাশি পুজোয় কমিটিগুলি সাধারণ মানুষের সুরক্ষার জন্য যাতে বিশেষ নজর দেন সেই বার্তা দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, মনে করা হচ্ছে এমনটাই। প্রসঙ্গত, পুজো যাতে সুষ্ঠুভাবে আয়োজন করা যায় সেই জন্য প্রত্যেক বছর কমিটিগুলিকে আর্থিক সাহায্য করা হয় সরকারের পক্ষ থেকে। গত বছর পুজো কমিটিগুলিকে রাজ্য সরকারের পক্ষ থেকে ৭০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছিল। এই বছর মমতা বন্দ্যোপাধ্যায় আর্থিক সাহায্য প্রসঙ্গে কী বার্তা দেন, সেই দিকে সব নজর। পাশাপাশি পুজো কমিটিগুলি বিদ্যুতের বিলে ছাড়, সরকারি বিজ্ঞাপন, দমকল ফি মকুব সহ নানান সুবিধা পেয়ে থাকেন। সেই তালিকায় নতুন কোনও সংযোজন বা বিয়োজন হবে কি না, তা নিয়েও চর্চা চলছে।