• বিজেপি করেন? তাহলে প্রধানমন্ত্রীর থেকে সার্টিফিকেট নিয়ে আসুন, পঞ্চায়েতের আজব ফরমানে সমস্যায় ছাত্রী...
    আজকাল | ২৩ জুলাই ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: স্রেফ বিজেপি করার অভিযোগে সার্টিফিকেট না পাওয়ার অভিযোগ উঠল হাসনাবাদে। এই ব্লকের পাটলি খানপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা অনিন্দিতা ভুঁইয়া তাঁর কন্যা নীলাদ্রিতা’‌র স্কলারশিপ–এর জন্য স্থানীয় পঞ্চায়েতে একটি রেসিডেন্স সার্টিফিকেট আনতে যান। তাঁর অভিযোগ, সার্টিফিকেট না দিয়ে তাঁকে বলা হয়, যেহেতু তাঁরা বিজেপি করেন তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির থেকে সার্টিফিকেট নিতে। 

    অনিন্দিতাদেবীর অভিযোগ, তাঁর কন্যা অষ্টম শ্রেণির পড়ুয়া। সে এনএমএমএস বা ন্যাশনাল মিনস–কাম–মেরিট স্কলারশিপ এগজামিনেশন–এর জন্য পরীক্ষায় বসতে চলেছে। এজন্য তাঁর রেসিডেন্স সার্টিফিকেট দরকার। কিন্তু তাঁকে সেটি না দিয়ে উল্টে বলা হয় যেহেতু তাঁরা বিজেপি করেন সেজন্য যেন তিনি প্রধানমন্ত্রীর থেকে সার্টিফিকেট নেন। গোটা বিষয়টি তিনি হাসনাবাদ থানায় লিখিতভাবে অভিযোগ করা ছাড়াও বিডিওকে জানিয়েছেন বলে অনিন্দিতাদেবী জানিয়েছেন। 

    অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূলের স্থানীয় অঞ্চল সভাপতি সেলিম মোল্লা বলেন, ‘‌একেবারেই বাজে অভিযোগ। পঞ্চায়েত প্রধান অসুস্থ। পঞ্চায়েত অফিসে যে ব্যক্তি সার্টিফিকেট দেয় তাঁর কাছে সার্টিফিকেট ছিল না। সেজন্যই তাঁদের পরের দিন আসতে বলা হয়। কারণ, সার্টিফিকেট অ্যাটেস্ট করতে হবে।’‌ 
  • Link to this news (আজকাল)