বৃষ্টিতে ঢেকেছে শহর! কপালে আছে আরও দুর্ভোগ, ধেয়ে আসছে প্রবল ঝড় বৃষ্টির তাণ্ডব, দেখুন...
আজকাল | ২৩ জুলাই ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবারও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। যা চলবে বুধবার অবধি। একাধিক জেলায় আবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, গত কয়েকদিন ধরে বৃষ্টির জেরে সমুদ্র উত্তাল রয়েছে। গঙ্গাসাগরে কপিলমুনির আশ্রম থেকে অদূরে ভেঙেছে পাড়। স্নান বন্ধ হয়েছে একাধিক ঘাটে। মৎস্যজীবীদেরও গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, ২৫ জুলাই অবধি উত্তাল থাকবে সমুদ্র।