• ‘‌প্রত্যেক পুজো কমিটিকে ৮৫ হাজার টাকা অনুদান দেওয়া হবে’‌, ঘোষণা করলেন মমতা
    হিন্দুস্তান টাইমস | ২৩ জুলাই ২০২৪
  • দুর্গাপুজো উপলক্ষ্যে অনুদান একলাফে অনেকটা বাড়িয়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, ফায়ার লাইসেন্স থেকে শুরু করে কলকাতা পুরসভার যে কর তা সম্পূর্ণ মুকুব করে দেওয়া হল। দুর্গাপুজোর আর ১০০ দিনও বাকি নেই। তার আগে আজ, মঙ্গলবার পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই নানা ঘোষণা করে দেন তিনি। তার জেরে খুশি দুর্গাপুজোর উদ্যোক্তারা। নিয়ম মেনে দুর্গাপুজো করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। আর অনেক সুরক্ষা ব্যবস্থা করার পরামর্শ দিয়েছেন তিনি।

    আজ, মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বসে দুর্গাপুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক। সেখানে সবাই কান খোলা রেখেছিলেন এবার কতটা অনুদান বাড়ে তা নিয়ে। তবে সকলের প্রত্যাশা ছাপিয়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‌দুর্গাপুজো সকলের। তাই সুরক্ষা ব্যবস্থায় বেশি করে নজর দিতে হবে। কারও পুজোর জন্য যেন মানুষের ক্ষতি বা সমস্যা না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তাই ঘোষণা করার ব্যবস্থা রাখতে হবে মণ্ডপে। যাতে মানুষকে সতর্ক করা যায়। পুজোমণ্ডপে ঢোকা বেরোনোর গেট বাড়াতে হবে। যাতে মানুষ সহজে প্রবেশ–প্রস্থান করতে পারে। পুলিশ সেখানে যাতে থাকে সেটা দেখতে হবে।’‌

    এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে পুলিশকে এবং নেতাদেরকেও নির্দেশ দেওয়া হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজোর সময় রাস্তা সচল রাখার পক্ষে সওয়াল করেছেন। তাঁর বক্তব্য, ‘‌এখানে আছে আমাদের সুজিত বসু। যার পুজোর জন্য গোটা এয়ারপোর্ট চত্বরটাই বন্ধ হয়ে যায়। সেটা করা চলবে না। মানুষের স্বার্থে রাস্তা খোলা রাখতে হবে। উত্তর কলকাতার কয়েকটা পুজোও এমন করে বলে রিপোর্ট পেয়েছি। সেগুলি পুলিশকে দেখে নিতে বলব। আর অন্যান্যবার যা পরিষেবা রাজ্য সরকারের থেকে দেওয়া হয় সেগুলি এবারও দেওয়া হবে।’‌

    এরপরই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন অনুদান নিয়ে। তার সঙ্গে বিদ্যুতের ছাড়ের কথাও জানিয়ে দেন পুজো উদ্যোক্তাদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘‌আগেরবার অনুদান ছিল ৭০ হাজার। এবার কি পুরোপুরি করে দেবো?‌ এখনই যদি সেটা করে দিই তাহলে পরের বছর কী করবেন?‌ তাই এবার প্রত্যেক পুজো কমিটিকে ৮৫ হাজার টাকা অনুদান দেওয়া হবে। আর সিইএসসি’‌র সঙ্গে কথা বলে নিয়েছি। আগে বিদ্যুৎ ছাড় ছিল ৬০ শতাংশ। এবার তা ৭৫ শতাংশ করতে হবে। কারণ বিদ্যুতের দাম খুব বেড়ে গিয়েছে। আর এই বছর দুর্গাপুজোর কার্নিভাল হবে ১৫ তারিখ।’‌
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)