বাজেটে বঞ্চনার অভিযোগ, বাংলা দয়া চায় না বলে মন্তব্য মমতার...
আজকাল | ২৪ জুলাই ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: কিছু নাই দিতে পারে। কিন্তু অপমান করবে কেন?বিধানসভায় বসে কেন্দ্রীয় বাজেট নিয়ে এই প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। রাজ্যের প্রসঙ্গ তুলে তাঁর অভিযোগ, বাজেটে বাংলাকে কিছু নাই দিতে পারে। কিন্তু অপমান করবে কেন? তৃতীয়বারের জন্য কেন্দ্রে ক্ষমতায় আসার পর এটাই ছিল এনডিএ সরকারের প্রথম বাজেট। পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। যে বাজেটে দেশের গরীব মানুষের প্রতি অবিচার করা হয়েছে বলেই মনে করছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, গরীবদের বিরোধী এই বাজেট পক্ষপাতদুষ্ট ও দিশাহীন। মুখ্যমন্ত্রীর অভিযোগ, বাংলাকে বঞ্চিত করা হয়েছে। বাংলা কারুর দয়া চায় না।
কিন্তু সম্মান বিঘ্নিত হলে বাংলার মানুষ ছেড়ে কথা বলবে না। গর্জন করে উঠবে। বন্যা নিয়ন্ত্রণের জন্য বিহার-সহ দেশের একাধিক রাজ্যের জন্য বরাদ্দ করা হয়েছে টাকা। অথচ সেই তালিকায় নাম নেই বাংলার। এই বৈষম্যের জন্য সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে বাজেটে উত্তরবঙ্গের সঙ্গে বিমাতৃসুলভ আচরণের অভিযোগ তুলেও সরব হয়েছেন তিনি। তাঁর কথায়, নির্বাচনের সময় বড় বড় কথা বললেও ভোট মিটে গেলে দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পংকে ভুলে যায়। দার্জিলিং যেন এই বাজেট মনে রাখে। মুখ্যমন্ত্রীর প্রশ্ন, সিকিম পাক, কিন্তু দার্জিলিংয়ের সঙ্গে বঞ্চনা কেন?